স্তব্ধ হল ড্রামের বিট, পথ দুর্ঘটনায় প্রয়াত ‘স্কুল অব রক’-এর সেই ড্রামার কেভিন ক্লার্ক
পুলিশ সূত্রে খবর, এসইউভি গাড়িটি চালাচ্ছিলেন বছর কুড়ির এক তরুণী। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ।
হলিউডেও খারাপ খবর। সড়ক দুর্ঘটনায় প্রয়াত হলেন ‘স্কুল অব রক’ সিনেমা খ্যাত অভিনেতা কেভিন ক্লার্ক। বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। শিকাগো পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বুধবার বাইসাইকেল চালানোর সময় এক এসইউভি এসে আচমকাই ধাক্কা মারে কেভিনকে। তাঁকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও হাসপাতালের চিকিৎসকরা কেভিনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, এসইউভি গাড়িটি চালাচ্ছিলেন বছর কুড়ির এক তরুণী। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ।
প্রায় কুড়ি বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘স্কুল অব রক’ ছবিটি আজও জনপ্রিয়। ওই ছবিতে কেভিন যখন অভিনয় করেন তখন তিনি শিশুশিল্পী। তাঁর চরিত্রের নাম ছিল ফ্রেডি (স্প্যাজি ম্যাকজি)। তাঁর পারিবারিক সূত্রে খবর, মাত্র তিন বছর বয়স থেকেই ড্রাম বাজানোর প্রতি গভীর অনুরাগ তৈরি হয়েছিল কেভিনের। তাঁর মা জানাচ্ছেন ওই ছোট্ট বয়সেই হাতের কাছে যা পেতেন তাই ড্রামসের সরঞ্জাম হিসেবে ব্যবহার করে ফেলতেন কেভিন। কিছুদিন আগে নিজের এক ব্যান্ডও তৈরি করেছিলেন তিনি।
আরও পড়ুন-‘অর্ধেক গান ডাব করে চালানো হয়’, রিয়ালিটি শো নিয়ে বিস্ফোরক সোনু নিগম
তাঁর ব্যান্ডের প্রথম লাইভ পারফরম্যান্স দিন কিয়েক আগেই অনুষ্ঠিত হয়েছিল। তাঁর মায়ের কথায়, “গতকালই ও ওর ব্যাণ্ডের বন্ধুর বলেছিল এমনই একটা জীবন পেতে চেয়েছিলাম আমি। তোমরা আমার মিউজিকাল পরিবার। সবাই মিলে এই ব্যান্ডকে উন্নতির চরম শিখায় পৌঁছে নিয়ে যাব আমরা।” কিন্তু তা আর হল না। থেমে গেল কেভিনের ড্রামের আওয়াজ। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া।