Palindrome Day: ২২-২-২২, ক্যালেন্ডারের পাতা বলছে আজ প্যালিনড্রোম ডে, জানেন এর ইতিহাস?

Twosday: আজকের দিনটি কিন্তু ভারি মজার। খেয়াল করে দেখেছেন? ২২.০২.২০২২- যেদিক দিয়ে যেমন খুশি পড়ুন ঘুরে ফিরে সেই একই দাঁড়াচ্ছে

Palindrome Day: ২২-২-২২, ক্যালেন্ডারের পাতা বলছে আজ প্যালিনড্রোম ডে, জানেন এর ইতিহাস?
এমন দিন আবার ফিরবে ২০০ বছর পর
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2022 | 3:51 PM

কিছু দিন এমনই থাকে যা বহুল চর্চিত এবং ক্যালেন্ডারের পাতা ফুরিয়ে এলেও সেই সব দিনের মাহাত্ম্য থাকে একই রকম। আজ তেমনই একটি দিন। যেহেতু মঙ্গলবার এবং প্যালিনড্রোম তাই অনেকেই এই দিনটিকে ‘টুজডে’ হিসেবেও চিহ্নিত করেছেন। আজকের দিনটি কিন্তু ভারি মজার। খেয়াল করে দেখেছেন? ২২.০২.২০২২- যেদিক দিয়ে যেমন খুশি পড়ুন ঘুরে ফিরে সেই একই দাঁড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে পোস্ট। একটি তারিখে পরপর ২ তারিখটি থাকলে তখন তাকে প্যালিনড্রোম বলা হয়। এমন একটি দিন ফিরে আসে ২০০ বছর পর। ১১ বছর পরপর আসে ‘প্যালিনড্রোম ডেট’। এরকম তারিখ আবার আসবে ২০৩৩ সালের ৩ মার্চ।

তবে এই সপ্তাহটিকেও কিন্তু বলা হয় প্যালিনড্রোম সপ্তাহ। পরবর্তী ১০ দিনের জন্য তারিখগুলো এভাবেই ঘুরে ফিরে আসবে। তবে আমাদের জীবদ্দশায় এটাই কিন্তু শেষ প্যালিনড্রোম, তাও উল্লেখ করা হয়েছে ট্যুইটে।

২ সংখ্যাটি আজ নানা ভাবে ঘুরে ফিরে এসেছে। বছরের দ্বিতীয় মাস, ২২ তারিখ এবং ২০২২। আমেরিকান পদ্ধতি অনুসারে ২/২২/ ২২

দিল্লি পুলিশের তরফেও আজ পথ নিরাপত্তার বার্তা দিতে এই বিশেষ দিনটির মাহাত্ম্যও কিন্তু তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে বিশেষ বার্তায় বলা হয়েছে ‘আজ- ২২০২২০২২। আর তাই রাস্তায় বেরিয়ে গাড়ির গতি বাড়ানোর আগে দু’বার মা-বাবার কথা ভাবুন’। এর আগের ‘প্যালিনড্রোম ডেট’ ছিল ২০১১ সালের ১১ জানুয়ারি। আজ ফিরে এসেছে একইরকম তারিখ। একবিংশ শতাব্দীতে মোট ১২টি ‘প্যালিনড্রোম ডেট’ পড়ছে। ২০০১ সালের ২ অক্টোবর ছিল প্রথম এরকম তারিখ। ২০৯২ সালের ২৯ ফেব্রুয়ারি লিপইয়ারের দিনেই পড়বে এই শতাব্দীর শেষ ‘প্যালিনড্রোম ডেট’।

আজকের দিনটি নিয়ে কিন্তু গণিত বিশারদরা বেশ কিছু গবেষণা করছেন। এমনকী বিশেষ দিন উপলক্ষ্যে রেস্তোরাঁ, পণ্যের দামের উপরও চলছে কিন্তু আকর্ষণীয় ছাড়।

আরও পড়ুন: Ravi Shankar 100: টানা দু’বছর অপেক্ষার পর রবিশঙ্করের জন্মশতবার্ষিকী পালন, তবে দেশের মাটিতে নয়