Mahesh Babu: সময়টা উৎকণ্ঠার, হৃদরোগে আক্রান্ত মহেশবাবুর বাবা এখন হাসপাতালে
Actor Krishna Hospitalised: কিছুদিন আগেই মহেশ হারিয়েছেন তাঁর মা ইন্দিরা দেবীকে। কেবল মা নন, মা মারা যাওয়ার কয়েকমাস আগেই ভাই রমেশকে চিরকালের জন্য হারিয়েছেন মহেশ।
বাবা হাসপাতালে ভর্তি। সময়টা উৎকণ্ঠার অভিনেতা মহেশবাবুর কাছে। হায়দরাবাদের গাচ্চিবৌলিতে অবস্থিত কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁর বাবা অভিনেতা কৃষ্ণকে। সোমবার ভোর ০৩.৩০টে নাগাদ হাসপাতালে আনা হয় তাঁকে। হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। বয়স তাঁর ৮০ ছুঁইছুঁই। মহেশবাবুর স্ত্রী নম্রতা শিরোদকার শ্বশুরমশাইকে হাসপাতালে ভর্তি করাতে নিয়ে আসেন ভোরে।
অভিনেতা কৃষ্ণ সম্পর্কে চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে ৩ দিন পর্যবেক্ষণে রাখা হবে হাসপাতালেই।
কিছুদিন আগেই মহেশ হারিয়েছেন তাঁর মা ইন্দিরা দেবীকে। কেবল মা নন, মা মারা যাওয়ার কয়েকমাস আগেই ভাই রমেশকে চিরকালের জন্য হারিয়েছেন মহেশ। পুত্র এবং স্ত্রীকে হারিয়ে একপ্রকার মানসিক যন্ত্রণায় ভুগছেন তাঁর বাবা কৃষ্ণ। এই বছরের মে মাসেই নিজের ৭৯ তম জন্মদিন পালন করেছেন কৃষ্ণ। তাঁর সম্পূর্ণ নাম গাট্টামনানেনি শিবা রামা কৃষ্ণা মূর্তি।
পাঁচ দশক আগে সিনেমায় কেরিয়ার শুরু করেছিলেন কৃষ্ণ। ৩৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। সিনেমায় তাঁর অনবদ্য অবদারের জন্য ২০০৯ সালে পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন গাট্টামনানেনি শিবা রামা কৃষ্ণা মূর্তি।
মাস খানেক আগে একটি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন মহেশবাবু। বলিউড এবং দক্ষিণী ছবির তরজায় নতুন আঙ্গিক যোগ করেছিল সেই বিতর্ক। মহেশ বলেছিলেন, “বলিউড তাঁকে অ্যাফোর্ড করতে পারবে না। তাই তিনি কোনওদিনও হিন্দি/বলিউড ছবিতে অভিনয় করেননি”। মহেশবাবুর এই মন্তব্য অনেকেরই দাম্ভিক বলে মনে হয়েছিল। তাঁকে তিরস্কার করেছিলেন তাঁরাও, যাঁরা নিত্যদিন বলিউডের চেয়ে দক্ষিণী ছবিকে অনেক বেশি নম্বর দিয়ে থাকেন।