বাগদানের চার মাসের মধ্যেই বিয়ে ভাঙলেন এই অভিনেতা-রাজনীতিবিদ জুটি

শনিবার ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এ কথা প্রথম জানান মেহরীন। তিনি লেখেন, "ভাব্য এবং আমি দুজনেই আমাদের বাগদানকে বিয়ে রূপ না দেওয়ার সিদ্ধান্ত দিয়েছি।"

বাগদানের চার মাসের মধ্যেই বিয়ে ভাঙলেন এই অভিনেতা-রাজনীতিবিদ জুটি
দক্ষিণী অভিনেত্রী মেহরীন পীরজাদা এবং রাজনীতিবিদ ভাব্য বিষ্ণোই।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2021 | 9:33 AM

জাঁকজমক করে বাগদান সম্পন্ন হয়েছিল তাঁদের। কিন্তু চার মাসের মধ্যেই ছন্দপতন। বাগদানকে বিয়েতে রূপ দিচ্ছেন না, এ কথা সাফ জানিয়ে দিলেন দক্ষিণী অভিনেত্রী মেহরীন পীরজাদা এবং রাজনীতিবিদ ভাব্য বিষ্ণোই।

শনিবার ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এ কথা প্রথম জানান মেহরীন। তিনি লেখেন, “ভাব্য এবং আমি দুজনেই আমাদের বাগদানকে বিয়ে রূপ না দেওয়ার সিদ্ধান্ত দিয়েছি। যৌথ ভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রদ্ধা রেখেই জানাতে চাই ভাব্যা বা তাঁর পরিবারের কারও সঙ্গেই আমি বা আর পরিবার যুক্ত নই। যেহেতু এটি একান্তই ব্যক্তিগত ব্যাপার, তাই এই বিবৃতি ছাড়া এই নিয়ে আর কিছুই বলতে চাই না আমি। আগামী দিনে ভাল কাজ করার অপেক্ষায় আছি।”

আরও পড়ুন- অপ্রকৃতস্থ অবস্থায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা

মেহরীন পোস্ট করার ঘণ্টা খানেকের মধ্যে আর একটি পোস্ট করেন ভাব্যা তিনি লেখেন, “মাথা উঁচু রেখে আমি বেরিয়ে যাচ্ছি। মেহরীন বা ওঁর পরিবারের প্রতি ভালবাসা এবং শ্রদ্ধায় আমি কোনও ফাঁক রাখিনি। কোনও অনুশোচনা নেই আমার। ভাগ্য আমাদের জন্য অন্য গল্প লিখেছিল।” পাশাপাশি যে সব ব্যক্তি ‘ইচ্ছাকৃত মিথ্যে’ কথা ছড়াচ্ছেন, তাঁদের আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন ভাব্যা।

মার্চ মাসে জয়পুরের এক কেল্লায় বাগদান হয়েছিল তাঁদের। পরিবারের কাছের মানুষদের নিয়ে সেই বাগদান হলেও হয়েছিল বেশ বড় করে। বাগদানের পর দু’জনেই কোভিড আক্রান্ত হয়েছিল। মেহরীন সে সময় বলেছিলেন কীভাবে তাঁর খেয়াল রাখছেন ‘হবু স্বামী’। ছিলেন প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু তার মধ্যেই তাঁর এই সিদ্ধান্তে কিছুটা হলেও হতাশ অনুরাগীরা।