Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rupankar’s Tribute Salil Chowdhury: সুরকার সলীল চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী রূপঙ্করের, ফিরছেন সঙ্গীতের মঞ্চে

Rupankar's Tribute Salil Chowdhury: এখন অবশ্য সব অতীত। আবার নিজের ছন্দে ফিরছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী।

Rupankar's Tribute Salil Chowdhury: সুরকার সলীল চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী রূপঙ্করের, ফিরছেন সঙ্গীতের মঞ্চে
সলীল চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি রূপঙ্কর বাগচীর
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2022 | 8:30 AM

রূপঙ্কর বাগচী ফিরছেন সঙ্গীতের মঞ্চে সলীল চৌধরীর স্মরেণ তরুণ প্রতিভাধরদের নিয়ে। কোভিড পরিস্থিতির কারণে লকডাউন প্রত্যেক মানুষের জীবনকে দিয়েছিল থমকে। তারপর আসে কেকে প্রসঙ্গ। বাংলা বনাম হিন্দির শিল্পীদের সেই ভিডিয়ো পোস্ট ঝড় তোলে সোশ্যাল মিডিয়াতে। সেই পোস্টের পরই দুর্ভাগ্যবশত কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে এসে আকস্মিক মৃত্যু। সব মিলিয়ে পরিস্থিতি চরম খারাপ হয়। রপঙ্কর ক্ষমা চান কেকে-র পরিবারের কাছে। সদ্য গেল কেকে-র জন্মদিন। সেখানেও রূপঙ্কর জানান, কেকে নন, সঙ্গীত জগত নিয়ে ছিল সেই পোস্ট।

এখন অবশ্য সব অতীত। আবার নিজের ছন্দে ফিরছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী। কিছুদিন আগে মঞ্চে ফিরেছেন তিনি কৃষ্টি পটুয়ার নতুন প্রযোজনা নাটক ‘চাঁদমারি’ নিয়ে। লকডাউনে প্রত্যেকের জীবনে এসেছে অনলাইন। পড়াশোনা থেকে গান-বাজনা কিছুই বাদ নেই। রূপঙ্কর সঙ্গীত শেখানো থেকে অনুষ্ঠান করা সবই করেছেন অনলাইনে। কিন্তু দর্শকদের সামনে অনুষ্ঠান করার বিষয়টাই আলাদা। এটা যাঁরা মঞ্চে অভিনয় বা সঙ্গীত পরিবেশন করেন সকলেই মত।

৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। ওই দিন সুরকার সলীল চৌধুরীর মৃত্যুদিনও। তাঁর কথা মাথায় রেখেই নিজের মিউজিক অ্যাকাডেমির বার্ষিক অনুষ্ঠান সাজিয়েছেন রূপঙ্কর। আগামী ২ সেপ্টেম্বর গিরিশ মঞ্চে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। লকডাউনের পর এই প্রথম মঞ্চে হতে চলেছে অনুষ্ঠান। তাঁর সঙ্গে তাঁর ছাত্র-ছাত্রীরা গাইবেন গান।

এই অনুষ্ঠানে শুধু তাঁর ছাত্র-ছাত্রীরাই নন, অনেক বাইরের শহর থেকেও আসছেন শিল্পীরা পারফর্ম করতে। অনুষ্ঠানে সম্মান জানানো হবে বিশিষ্ট সঙ্গীত আয়োজক অমিত বন্দোপাধ্যায়কে। এই বিষয়ে রূপঙ্কর বলেছেন,”অনলাইনে ক্লাস হয়, অনুষ্ঠানও করেছি কিন্তু মঞ্চে মিউজিক আকাডেমির বার্ষিক অনুষ্ঠান অনেকদিন বাদে হচ্ছে। আমরা গানে গানে সলিল চৌধুরী প্রতি একটা বিশেষ শ্রদ্ধাজ্ঞলির আয়োজন করেছি। জীবনের অনেক ওঠা-পড়া, ভাঙা-গড়ায় ওঁর গান আমাদের শক্তি জোগায়, অনুপ্রাণিত করে। আশা করি  সবার এই উদ্যোগ ভাল লাগবে।”