৩৩ বছর সুরে ভাসিয়ে ছিঁড়ে গেল গিটারের ‘স্ট্রিংস্’
‘সর কিয়ে হ্যাঁয় পাহাড়’, ‘নাজানে কিউ’, ‘ধানি’, ‘দূর’, ‘কোই আনে ওয়ালা হ্যাঁয়’ ব্যান্ডের অন্যতম জনপ্রিয় গান।
তেত্রিশ বছরের একটি ব্যান্ডের এক্সপায়ারি ডেট পেরল। অবসান হল এক দীর্ঘ মিউজিক্যাল সফর। ভেঙে গেল জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড ‘স্ট্রিংস্’। ব্যান্ডের সদস্য ছিল দু’জন। বিলাল মাকসুদ এবং ফইজ়ল কাপাডিয়া।
আরও পড়ুন ভিডিয়ো: ‘রাস্তার ভেলপুরী খাওয়ার’ অভিজ্ঞতা কোনও দিন ভুলবেন না প্রসেনজিৎ
১৯৮৮ সালে গড়ে উঠেছিল ব্যান্ড, গত বৃহস্পতিবার অর্থাৎ ২৬ মার্চ ‘স্ট্রিংস্’-এর সরকারি ইনস্টা হ্যান্ডেল থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘”হে বন্ধুরা. এই পোস্টটি স্বাভাবিকের চেয়ে কিছুটা আলাদা। আমরা স্থির করেছি যে আজ, ২৫/০৩/০২১, এই দিনটি আমরা সদয়ভাবে ‘স্ট্রিংস্’-এর ইচি টানছি। গত ৩৩ বছর আমাদের দুজনের কাছে অবিশ্বাস্য ছিল।
এরকম কাজ করতে পাওয়ার সুযোগ আমাদের কাছে খুব কম এসেছে। এবং এটি সম্ভব করার জন্য আমরা আমাদের সমস্ত ভক্তদের কাছে অসীম কৃতজ্ঞ। আমরা আশা করি আপনি এর থেকে সার্থকতাও খুঁজে পেয়েছেন।’
View this post on Instagram
৩৩ বছরে ‘স্ট্রিংস্’ বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছে। শুধু পাকিস্তানি গানই নয়। ‘জ়িন্দা’, ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’ , ‘জন ডে’-র মতো বলিউড ছবির জন্যেও গান বেঁধেছে ‘স্ট্রিংস্’। ‘সর কিয়ে হ্যাঁয় পাহাড়’, ‘নাজানে কিউ’, ‘ধানি’, ‘দূর’, ‘কোই আনে ওয়ালা হ্যাঁয়’ ব্যান্ডের অন্যতম জনপ্রিয় গান।