প্রবীণের সঙ্গে রক্তের সম্পর্ক গড়লেন তাপসী, কুর্ণিশ তিলোত্তমার

শুক্রবার তিলোত্তমা তাঁর টুইটারে লিখেছেন, ‘আমি তাপসীর সঙ্গে কখনও কাজ করিনি তাই বলতে পারব না কতটা কঠোর পরিশ্রমী সে।

প্রবীণের সঙ্গে রক্তের সম্পর্ক গড়লেন তাপসী, কুর্ণিশ তিলোত্তমার
তাপসী-তিলোত্তমা।
Follow Us:
| Updated on: Mar 26, 2021 | 8:09 PM

বলিউড অভিনেত্রী তাপসি পান্নু একজন প্রবীণ মহিলাকে তাঁর প্লেটলেট দান করেছিলেন। তাঁকে চিনতেনও না তাপসী। অভিনেত্রী তিলোতমা শোম তাঁর এই মহানুভবতার জন্য কুর্ণিশ জানিয়েছেন।

শুক্রবার তিলোত্তমা তাঁর টুইটারে লিখেছেন, ‘আমি তাপসীর সঙ্গে কখনও কাজ করিনি তাই বলতে পারব না কতটা কঠোর পরিশ্রমী সে।তাই আমি অবগত ছিলাম না যে কতটা অসাধারণ মানুষ সে।  রিট্যুইট না করে একজন মানুষকে তিনি প্লেটলেট দিয়েছেন। ইউ আর গোল্ড!! আমি আপনাকে আমার সেরাটা কামনা করছি এবং তোমার সামর্থ্যর প্রশংসা করছি।”

আরও পড়ুন ভিডিয়ো: ‘রাস্তার ভেলপুরী খাওয়ার’ অভিজ্ঞতা কোনও দিন ভুলবেন না প্রসেনজিৎ

তিনি একজন টুইটার ব্যবহারকারীর কমেন্ট করে লেখেন, ‘আপনার চিন্তাভাবনাগুলি জেনে ভাল লাগল’ আপনার এবং আপনার কাজকে অনুসরণ করার সময় .. বাইয়!” তিলোতমা টুইট করেছিলেন, ‘আমার বন্ধুর দিদার প্লেটলেটের প্রয়োজন ছিল এবং ও (তাপসী) আমাকে বা আমার বন্ধুকে চেনে না, তাও সে প্লেটলেট দান করে, সেটা কি মানবিক নয়? যাই হোক। আপনার সুস্বাস্থ্যের জন্য শুভেচ্ছা জানাই, কিছুই এর চেয়ে বেশি মূল্যবান নয়।”

তিলোত্তমা ওটিটি প্ল্যাটফর্মের একজন জনপ্রিয় মুখ। তাঁকে সর্বশেষ ‘নেটফ্লিক্স’-এর ছবিতে দেখা গিয়েছিল ‘স্যর’ এবং করিশ্মা কাপুরের সিরিজ ‘মেন্টালহুড’-এ কাজ করেছেন। তিনি ইরফান খানের ছবি ‘অংরেজি মিডিয়াম’-এও অভিনয় করেছেন।