ছক্কা হাঁকাতে মরিয়া তাপসী, সেরে নিলেন ওয়ার্ম আপ

তাপসী গত কয়েক মাসে ‘হসিন দিলরুবা’, ‘রশমি রকেট’, ‘লুপ লপেটা’-এর শুটিং শেষ করেছেন। তাঁর শেষ ছবির শুটিং ছিল অনুরাগ কাশ্যপের ‘দোবারা’।

ছক্কা হাঁকাতে মরিয়া তাপসী, সেরে নিলেন ওয়ার্ম আপ
তাপসী পান্নু
Follow Us:
| Updated on: Mar 26, 2021 | 8:08 PM

‘দোবারা’র শুটিং শেষ। এখন তাপসী পান্নু, মিতালি রাজ-এর বায়োপিকে ‘শাবাশ মিঠু’র শুটিং শুরু করেছেন। সেই ছবির শুটিংয়ের ‘বিহাইন্ড দ্য সেট’-এর ছবি পোস্ট করলেন তাপসী। হাতে গ্লাভস, মাথায় হেলমেট।

আরও পড়ুন ভিডিয়ো: ‘রাস্তার ভেলপুরী খাওয়ার’ অভিজ্ঞতা কোনও দিন ভুলবেন না প্রসেনজিৎ

পরনে কালো টিশার্ট, বেগুনি ট্র্যাক প্যান্ট। ক্রিকেট পিচে দাঁড়িয়ে তাপসী। ছবিতে এক গাল হাসি তাপসীর। ক্যাপশনে তাপসী লেখেন, ‘প্রফুল্ল হাসি পিচে একেবারে সেট’। ‘শাবাশ মিঠু’র পরিচালক রাহুল ঢোলাকিয়া। গল্প লিখেছেন প্রিয়া আভেন। ভারতীয় মহিলা ওয়ান-ডে আন্তর্জাতিক ক্রিকেট টিমের অধিনায়ক মিথালি দোরাই রাজের জীবনকেন্দ্রিক ছবি ‘শাবাশ মিঠু’। যিনি দেশের মহিলা ক্রিকেটের নাম বিশ্বের মঞ্চে উজ্জ্বল করেছেন।

তাপসী গত কয়েক মাসে ‘হসিন দিলরুবা’, ‘রশমি রকেট’, ‘লুপ লপেটা’-এর শুটিং শেষ করেছেন। তাঁর শেষ ছবির শুটিং ছিল অনুরাগ কাশ্যপের ‘দোবারা’।

View this post on Instagram

A post shared by Taapsee Pannu (@taapsee)

‘দোবারা’র শুটিংয়ের শেষ দিনে, সেটের ছবি পোস্ট করে তাপসী লেখেন, ‘২৩ দিন সেটে পিওর অনেস্ট এনার্জি পর আজ শেষ হল #দোবারার এই বিচ্ছেদের পর একটা বাজি ধরা হল, তবে সেই বাজির কনটেন্ট পরে জানানো হবে, তবে এখনকার জন্য যা জানানোর তা হল, যদি আমি জিতি তবে তাঁকে আমার পছন্দমতো আরও একটি ছবি করতে হবে আর যদি ও জেতে, পরের ছবি আমরা একসঙ্গে করব, আমি সেটে ওঁর সঙ্গে তর্ক করব না। পয়েন্ট এটা, যাই হোক, আপনারা আবার আমাদেরকে একসঙ্গে দেখতে পাবেন।’