Priyanka Chopra: ছোট বোনের বিয়েতে বড় সিদ্ধান্ত প্রিয়াঙ্কার? পোস্টে বাড়ল জল্পনা
Priyanka Chopra: আগামিকাল অর্থাৎ ২৪ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডা। এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে প্রাক বিবাহ অনুষ্ঠান। বোনের বাগদানে হাজির ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কাজ-বাজ ফেলে মেয়ে মালতি মেরীকে নিয়ে এসেছিলেন ভারতে।
আগামিকাল অর্থাৎ ২৪ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডা। এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে প্রাক বিবাহ অনুষ্ঠান। বোনের বাগদানে হাজির ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কাজ-বাজ ফেলে মেয়ে মালতি মেরীকে নিয়ে এসেছিলেন ভারতে। বিয়েতেও তাঁর দেখা মিলবে এমনটাই যখন ভেবে ফেলেছিলেন সকলে তখন প্রিয়াঙ্কার পোস্ট দেখে মাথায় হাত তাঁদের ভক্তদের। তিনি আসছেন না! না, সরাসরি এমনটা বলেননি প্রিয়াঙ্কা। তবে কেন নেটিজেনরা ধারণা করে নিচ্ছেন এমনটা? বোনের বিয়ের ঠিক এক দিন আগে একটি পোস্ট করেছেন ‘প্রি’।
পরিণীতির এক মিষ্টি ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, “ছোট্ট সোনা আশা করছি তুমি তোমার বিশেষ দিনের সবার চেয়ে বেশি খুশি হও। সব সময় তোমার জন্য ভালবাসা জানিয়ে আসছি। তোমার জীবনের নতুন সূচনা হচ্ছে।” এই পোস্টের ঠিক আগেই নিজের মেয়েকে নিয়ে আরও এক পোস্ট করেছেন তিনি। সঙ্গে রয়েছেন তাঁর ভাসুর ফ্র্যাঙ্কি জোনাস। সকলে মিলে গিয়েছেন এক ফার্মহাউজে। সেখানেই গবাদি পশুর সঙ্গে খেলা করতে দেখা গিয়েছে তাঁদের। মানে এখনও তিনি রয়েছেন বিদেশেই। যদিও শেষ মুহূর্তে সারপ্রাইজ দিতেই পারেন তিনি। এমনই এক মিরাকলের আশায় তাঁর ভক্তরা।
উদয়পুরে বসতে চলেছে রাঘব ও পরীর বিয়ের আসর। রাজনৈতিক নেতা থেকে শুরু করে ফিল্মি দুনিয়ার পরিচিত মুখেরা হাজির হবেন ওই হেভিওয়েট বিয়েতে। এই মে মাসেই দিল্লিতে পরিবারের প্রিয়জনদের নিয়ে বাগদান সেরেছিলেন পরিণীতি। এবার বিয়ের অনুষ্ঠান। সব মিলিয়ে জমজমাট চোপড়া-চাড্ডাদের পরিবার।