Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Priyanka Chopra: স্বচ্ছ পোশাকে ফুটে উঠেছে লাল অন্তর্বাস, প্রিয়াঙ্কার মা’কে নিয়ে ছিছিক্কার!

মধু চোপড়াকে চেনেন? পেশায় তিনি চিকিৎসক। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। সম্পর্কে তিনি প্রিয়াঙ্কা চোপড়ার মা। এ হেন মধু চোপড়াকে নিয়ে ছিছিক্কার নেটপাড়ায়। নেপথ্যে তাঁর একটি পোশাক। যে পোশাকে স্পষ্টতই বোঝা যাচ্ছে মধুর লাল রঙা অন্তর্বাস। আর তা লক্ষ্য করেই নেটপাড়ায় হচ্ছে সমালোচনা। একটু অনুষ্ঠানে গিয়েছিলেন মধু। সেখানেই এক কালো রঙের সি-থ্রু টপ পরতে দেখা যায় তাঁকে।

Priyanka Chopra: স্বচ্ছ পোশাকে ফুটে উঠেছে লাল অন্তর্বাস, প্রিয়াঙ্কার মা'কে নিয়ে ছিছিক্কার!
মধু-প্রিয়াঙ্কা।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2023 | 4:17 PM

মধু চোপড়াকে চেনেন? পেশায় তিনি চিকিৎসক। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। সম্পর্কে তিনি প্রিয়াঙ্কা চোপড়ার মা। এ হেন মধু চোপড়াকে নিয়ে ছিছিক্কার নেটপাড়ায়। নেপথ্যে তাঁর একটি পোশাক। যে পোশাকে স্পষ্টতই বোঝা যাচ্ছে মধুর লাল রঙা অন্তর্বাস। আর তা লক্ষ্য করেই নেটপাড়ায় হচ্ছে সমালোচনা। একটু অনুষ্ঠানে গিয়েছিলেন মধু। সেখানেই এক কালো রঙের সি-থ্রু টপ পরতে দেখা যায় তাঁকে। সি-থ্রু টপ হওয়ার দরুণ ভিতরের পরিহিত ব্রা স্পষ্ট হয়ে ওঠে তাঁর। এর পরেই মধু চোপড়ার বয়স টেনে শুরু হয় একের পর এক আক্রমণ। একজন লেখেন, “বয়স তো অনেক হল, মেয়ে যেমন পোশাক পরে আপনিও যদি পরতে শুরু করেন, তবে কেমন করে চলবে?” অপর একজন মন্তব্য করেন, “আপনার থেকে এমনটা আশা করিনি। সমাজের অন্যতম সম্মানজনক পেশাতেও থেকেও আপনি যে রুচির পরিচয় দিয়েছেন, তা এক কথায় মানা যায় না।” যদিও ঘটনায় এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি মধু।

প্রসঙ্গত, কিছু দিন আগেই হয়েছে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ে। পরিণীতি ও প্রিয়াঙ্কা সম্পর্কে তুতো বোন। বোনের বিয়েতে হাজির হতে পারেননি প্রিয়াঙ্কা। তবে প্রিয়াঙ্কা আসতে না পারলেও হাজির ছিলেন মধু চোপড়া। সংবাদমাধ্যমের মুখোমুখি হলে মধুকে মেয়ের বিয়েতে যোগ না দেওয়ার কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, “ও ব্যস্ত ছিল। সেই কারণেই আসতে পারেনি।” যদিও সেই ঘটনা নিয়েও হয়েছিল আলোচনা। এই যুক্তির সঙ্গে সহমত হতে পারেননি অনেকেই।