Bappi Lahiri: বাপ্পিদা’র নাতিকে নিয়ে বড় ঘোষণা রাখি সাওয়ান্তের, নিন্দের ছড়াছড়ি!
Bappi Lahiri: রেগো বি কে চেনেন? সম্পর্কে তিনি বাপ্পি লাহিড়ীর নাতি। বয়স মোটে ১৫ বছর। ২০২১ সালে তার গান বাচ্চা পার্টি মুক্তি পেয়েছিল। আবারও ফিরে এসেছেন রেগো। দাদু নেই তবে গানের প্রচারে পাশে পেয়েছেন সোশ্যাল মিডিয়া সেন্সেশন রাখি সাওন্তকে। রেগোর আগামী গান 'সেবা সেবা'র প্রচারে দেখা গেল রাখিকে। সংবাদমাধ্যমের কাছে রেগোর পরিচয় করিয়ে দিয়ে রাখি বলেন, " এ হল বাপ্পিজির বংশধর। ওঁর রক্ত রয়েছে এর মধ্যে।"
রেগো বি কে চেনেন? সম্পর্কে তিনি বাপ্পি লাহিড়ীর নাতি। বয়স মোটে ১৫ বছর। ২০২১ সালে তার গান বাচ্চা পার্টি মুক্তি পেয়েছিল। আবারও ফিরে এসেছেন রেগো। দাদু নেই তবে গানের প্রচারে পাশে পেয়েছেন সোশ্যাল মিডিয়া সেন্সেশন রাখি সাওন্তকে। রেগোর আগামী গান ‘সেবা সেবা’র প্রচারে দেখা গেল রাখিকে। সংবাদমাধ্যমের কাছে রেগোর পরিচয় করিয়ে দিয়ে রাখি বলেন, ” এ হল বাপ্পিজির বংশধর। ওঁর রক্ত রয়েছে এর মধ্যে।”
এখানেই শেষ নয়। রেগোর হাত ধরে তাঁর গানে বেশ কিছু স্টেপও করতে দেখা যায় রাখীকে একই সঙ্গে বাপ্পি লাহিড়ীর কাটআউট জড়িয়ে ‘বাপ্পি দা’বলে ডেকে উঠেন রাখি। গানটির সম্পর্কে রেগো বলেন, ” এই গান খানিক রাখি সাওয়ান্তের মতোই। ফুল অন এন্টারটেনমেন্ট।” যদিও রাখি সাওয়ান্তকে এনে গানের প্রচার করানোর জন্য রেগোর উপর বিরক্ত অনেকে। বাপি ভক্তদের প্রশ্ন, “আর কাউকে পেলেন না! শেষমেষ রাখি সাওয়ান্তকে দিয়ে প্রচার করাতে হচ্ছে!”
বাপ্পি লাহিড়ীর জীবনকালে তাঁর সঙ্গে বহু রিয়ালিটি শো হাজির হয়েছেন রেগো। দাদুর মত সাজ পোশাক করতেই দেখা যায় তাঁকে। নাতিকে নিয়ে গর্বিত ছিলেন বাপ্পি। তাঁর প্রথম গান মুক্তির পরে সংবাদমাধ্যমকে বলেছিলেন, “আমার নাতি যে এত অল্প বয়সে মিউজিকে কেরিয়ার শুরু করল, এত আমি দারুণ খুশি, গর্বিতও। বাচ্চা পার্টি এমন একটা গান যা ওর স্টাইল বা ব্যক্তিত্বের সঙ্গে মানানসই।” যদিও এখনও পর্যন্ত দাদুর মত জনপ্রিয়তা পাননি রেগো। আগামী দিনে তার জন্য কী ভবিষ্যৎ অপেক্ষা করে আছে সেটাই এখন দেখার।
View this post on Instagram