Parineeti-Raghav Wedding: ৫০ VVIP-সহ ২০০ অতিথি, কড়া নিরাপত্তায় ঢাকবে পরী-রাখবের বিবাহ আসর
Grand Wedding: কে কে আসছেন পরিণীতি ও রাঘবের বিবাহ আসরে? কবে বসছে বিয়ে, হলুদ থেকে শুরু করে রিসেপশন, রইল বিয়ে নিয়ে সমস্ত বিস্তারিত তথ্য।
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, বলিউডে আবারও বাজতে চলেছে বিয়ের সানাই। একের পর এক স্টার যখন বিয়ের পিঁড়িতে, তখন সকলেই একযোগে প্রশ্ন করেছিলেন বলিউডের পরী কি তবে অবিবাহিতই থেকে যাবেন। না, উত্তর মিলতে খুব বেশিদিন সময় লাগেনি। প্রথম কয়েকদিন রাখঢাক বজায় থাকলেও, সম্পর্কের কয়েকদিনের মধ্যেই প্রকাশ্যে এসেছিলেন তাঁরা। তারপরই তড়িঘড়ি মেটে আংটি বদস পর্ব। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল। বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির মন্ত্রী রাঘব চাড্ডা ঘর বাঁধছেন। শোনা গিয়েছিল চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা।
তবে খুব বেশি সময় লাগল না তাঁদের বিয়ের দিনক্ষণ প্রকাশ্যে আসতে। অগস্ট মাসের শেষেই ফাঁস হয়ে যায় বিয়ের দিন থেকে শুরু করে বিয়ের ভেনু। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই খবর। ২৩ ও ২৪ সেপ্টেম্বর বসছে রাজকীয় এই বিবাহ আসর। রাজস্থানের উদয়পুরেই গাঁটছড়া বাঁধবেন তাঁরা। এবার প্রকাশ্যে এল বিয়ে ঘিরে কড়া নিরাপত্তা ও অতিথি তালিকা। সূত্রের খবর লীলা প্যালেস ও ওবেরয় উদয়ভিলাসে বসছে বিয়ের আসর। ২০০ অতিথির ব্যবস্থা করা হয়েছে। যেখানে থাকছে ৫০ VVIP। বুকিং হওয়ার পর থেকেই এই দুই হোটেলে ব্যস্ততা তুঙ্গে।
এই অনুষ্ঠানের বিশেষ অতিথি থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল। বিবাহ বাসরে উপস্থিত থাকবে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসও। সঙ্গীত, হলুদ ও মেহেন্দি সবটাই অনুষ্ঠিত হবে ২৩ সেপ্টেম্বর। এরপর ২৪ সেপ্টেম্বর বিয়ে। বিয়ের পর হরিয়ানা-তে এক গালা রিসেপশন পার্টির ব্যবস্থা করা হয়েছে। যার জন্য পুরো জায়গা কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হচ্ছে। থাকবে বেশ কিছু নিয়মের ঘেরাটোপ। যা মেনেই বিবাহ আসরে সকলকে প্রবেশ করতে দেওয়া হবে। হোটেলের তরফ থেকেই বেশ কিছু বিধি নিষেধ লাঘু থাকবে বলেও মিলছে খবর।