RRR: আমেরিকার মঞ্চে সেরা আন্তর্জাতিক ছবির পুরস্কার পেল ‘আরআরআর’; তবে পুরস্কার নিতে যেতে পারেননি পরিচালক

Saturn Awards: রামচরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট, অজয় দেবগণ এবং ছবির সঙ্গে যুক্ত অন্যান্য কলাকুশলীরা দারুণ খুশি এই খবরে।

RRR: আমেরিকার মঞ্চে সেরা আন্তর্জাতিক ছবির পুরস্কার পেল 'আরআরআর'; তবে পুরস্কার নিতে যেতে পারেননি পরিচালক
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2022 | 9:10 PM

সম্প্রতি সেরা আন্তর্জাতিক ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে এসএস রাজামৌলীর ছবি ‘আরআরআর’। দেশের মাটিতে নয়, মার্কিন দেশে এই সম্মান পেয়েছে ৫০তম স্যাটার্ন অ্যাওয়ার্ডসের মঞ্চে। পৃথিবীর বহুদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। সম্প্রতি জাপানে মুক্তি পেয়েছে ‘আরআরআর’। সে দেশে চারদিনে চার কোটি টাকা আয়ও করে ফেলেছে এই ছবি। তাই ছবির দুই অভিনেতা জুনিয়র এনটিআর এবং রামচরণ সহ পরিচালক রাজামৌলী এই মুহূর্তে জাপানে। যে কারণে আমেরিকায় পুরস্কার নিতে যেতে পারেননি তিনি। কিন্তু তাতে কী! রামচরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট, অজয় দেবগণ এবং ছবির সঙ্গে যুক্ত অন্যান্য কলাকুশলীরা দারুণ খুশি এই খবরে।

আমেরিকায় নিজে অ্যাওয়ার্ড নিতে না যেতে পারলেও একটি ভিডিয়ো মেসেজ পাঠিয়ে দিয়েছিলেন রাজামৌলী। সেটাই ছিল তাঁর থ্যাঙ্ক ইউ স্পিচ। তিনি বলেছিলেন, “সেরা আন্তর্জাতিক ছবির বিভাগে ‘আরআরআর’ পুরস্কার পাওয়ায় আমি দারুণ আনন্দিত। জুরির পক্ষ থেকে গোটা টিমকে আমি অভিনন্দন জানাতে চাই। আমরা দারুণ খুশি হয়েছি। এটা আমার দ্বিতীয় স্যাটার্ন অ্যাওয়ার্ড। প্রথমটা ছিল ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর জন্য।”

যে-যে ছবির সঙ্গে ‘আরআরআর’ মনোনীত হয়েছিল, সেই তালিকায় রয়েছে ‘ডাউনটন অ্যাবে: আ নিউ এরা’, ‘আই অ্যাম ইওর ম্যান’, ‘সাইলেন্ট নাইট’ এবং ‘রাইডার্স অফ জাস্টিস’।

গোটা বিশ্বে মুক্তি পেয়েছে ‘আরআরআর’। ১০০০ কোটি টাকারও বেশি অর্থ উপার্জন করেছে এই ছবি। মার্চ মাসের ২৫ তারিখে মুক্তি পেয়েছিল ছবি। ভারতীয় স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীম এবং আল্লুরি সীতারামা রাজুর লড়াইয়ের গল্প বলেছে এই ছবি।

কেবল তাই নয়। ২০২৩ সালের অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে ‘আরআরআর’। সর্বসাকুল্যে ১৫টি বিভাগে নির্বাচিত হয়েছে এই ছবি, যেমন – সেরা পরিচালক, সেরা পিকচার, সেরা অভিনেতা (জুনিয়র এনটিআর এবং রামচরণ), চিত্রনাট্য, গান, স্কোর, সম্পাদনা, সিনেম্যাটোগ্রাফি, সাউন্ড, প্রোডাকশন ডিজ়াইন, ভিএফএক্স, সেরা অভিনেত্রী (আলিয়া ভাট), সেরা পার্শ্ব চরিত্র (অজয় দেবগণ) এবং সেরা গান (নাট্টু নাট্টু)।