RRR Controversy: জুনিয়ার এনটিআর-এর ছবি থেকে নিস্তার পেতেই অন্তঃসত্ত্বা আলিয়া, দক্ষিণে জল্পনা তুঙ্গে
Jr NTR: বর্তমানে দক্ষিণে কান পাতলেই এই জল্পনাই শোনা যাচ্ছে। আগামী ছবি থেকে নিজের নাম সরিয়ে নিতেই নাকি আলিয়া ভাট এমন সিদ্ধান্ত নিয়েছেন।
আরআরআর ছবি ঘিরে আলিয়া ভাট বিতর্ক আজও তরতাজা। ছবি বেশ কিছুটা অংশ জুড়ে থাকার কথা ছিল আলিয়া ভাটের। কিন্তু ছবি মুক্তির পর বিষয়টা যায় পাল্টে। যতটা শুটিং হয়েছিল, তার বেশ কিছুটা অংশ বাদ পড়ে ছবি থেকে। যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল আলিয়া ভাটের মনে। বেশ কিছু খবর ছড়িয়ে পড়তে দেখা যায় রাতারাতি। যেখানে উঠে আসে আলিয়া দক্ষিণ থেকে মুখ ফিরিয়েছের মত প্রসঙ্গ, উঠে আসে আলিয়ার সঙ্গে রাজামৌলির বিবাদের প্রসঙ্গও। তবে ছবি মুক্তির আগেই জুনিয়ার এনটিআরের পরবর্তী ছবির জন্য নির্বাচিত হয়েছিলেন আলিয়া ভাট।
ছবির নাম NTR30। এই ছবিদে দেখতে পাওয়ার কথা ছিল আলিয়াকে। তবে ছবি করার খুব একটা নাকি ইচ্ছে ছিল না আলিয়ার। আরআরআর-এর অপমান নাকি তিনি হজম করতে পারেননি। তাই স্থির করেছিলেন এই ধরনের ছোট ছোট চরিত্রে তিনি আর অভিনয় করবেন না। তবে সেটা চুক্তি সাক্ষরের পর আর সম্ভব ছিল না। সেই কারণেই নাকি আলিয়া ভাট অস্ত্র করেছেন তাঁর ব্যক্তিগত জীবনকে। তিনি বিয়ে করেছেন, পাশাপাশি তড়িঘড়ি সন্তান নেওয়ার পরিকল্পনাও করেছেন। যার জেরেই আলিয়াকে আর বাধ্য করা যাবে না এই ছবিতে কাজ করতে।
বর্তমানে দক্ষিণে কান পাতলেই এই জল্পনাই শোনা যাচ্ছে। আগামী ছবি থেকে নিজের নাম সরিয়ে নিতেই নাকি আলিয়া ভাট এমন সিদ্ধান্ত নিয়েছেন। আরআরআর প্রসঙ্গে যদিও মুখ খোলেননি আলিয়া ভাট। তবে সম্প্রতি দক্ষিণে তাঁর পরবর্তী ছবিতে থাকা না থাকা নিয়ে উঠেছে প্রশ্ন। আগামী এক বছর আলিয়ার পক্ষে এক শুটিং-এ ফেরা বেজায় কষ্টসাধ্য বিষয়। সেই কারণেই দক্ষিণী অনুরাগীরা ধরে নিচ্ছেন যে এই প্রজেক্টে থাকবেন না আলিয়া ভাট।