Ranbir-Anyanya: রণবীর-অনন্যাকে একসঙ্গে বিজ্ঞাপনে দেখে কী বলছেন নেটিজ়েনরা
Ranbir-Anyanya: রণবীরকে শেষ দেখা গিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। এছাড়া সন্দীপ রেড্ডি পরিচালিত ‘অ্যানিমেল’ ছবি যেখানে প্রথমবার রশ্মিকা মনদানার সঙ্গে কাজ করছেন।
বাবা-মেয়ের জুটি-ঠিক এই ভাবেই প্রতিক্রিয়া জানালেন কিছু নেটিজ়েনরা, তো কারও মত নতুন জুটি হিসেবে খারাপ নয়। কাদের কথা হচ্ছে, রণবীর কাপুর (Ranbir Kapoor)-অন্যন্যা পাণ্ডের (Ananya Panday)। সদ্য দুইজনকে একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে। আর সেখানে দেখেই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় নেটিজ়েনদের নানা বক্তব্য। দুইজনকে দুই যুগের প্রতিনিধিত্ব করতে দেখা যাচ্ছে বলেই যেন মনে হচ্ছে। তবে অভিনেতার থেকে অভিনেত্রী বসয়ে ছোট এমন ঘটনা এই প্রথম নয়। বহু বার এমন দেখেছেন দর্শক। রণবীরের দাদু রাজ কাপুর নিজের প্রায় মেয়ের থেকেও ছোট হেমা মালিনীর সঙ্গে জুটি হিসেবে সিনেমায় অভিনয় করেছেন। এটাতে দর্শক অভ্যস্ত। নতুন বিজ্ঞাপনে রণবীর এবং অন্যন্যার বয়স যথাক্রমে ৪০ আর ২৩। পর্দায় তাঁদের বেশ লাগছে এমন মন্তব্যও রয়েছে।
বিজ্ঞাপনটিতে দুইজনকে রোম্যান্টিক জুটি হিসেবে দেখানো হয়েছে। তাঁদের বয়সের মধ্যে ১৭ বছরের ব্যবধান যেমন অনেকের চোখে পড়েছে, আবার এই নিয়ে মন্তব্য হয়েছে অন্যরকমও। যেমন এক নেটিজ়েন বলেছেন যদি উল্টোটা হত, অর্থাৎ নায়িকা ৪০ হতো ও নায়ক ২৩ এই নিয়ে কত সমালোচনা চলতো। কিন্তু নায়কদের ক্ষেত্রে সবকিছুই হয়। অর্থাৎ এবার বিভাজন শুরু হল। তবে কোনও এক নেটিজ়েন আবার রণবীর আর অন্যন্যাকে নিয়ে সিনেমা করার পরামর্শ দিয়েছেন। যেখানে তাঁরা বাবা-মেয়ের ভূমিকায় অভিনয় করবেন। আবার কারও মতে, রণবীরকে আলিয়ার থেকে অন্যন্যার বেশি ভাল লাগছে।
রণবীরকে শেষ দেখা গিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। এছাড়া সন্দীপ রেড্ডি পরিচালিত ‘অ্যানিমেল’ ছবি যেখানে প্রথমবার রশ্মিকা মনদানার সঙ্গে কাজ করছেন। রয়েছে লভ রঞ্জন পরিচালিত নাম ঠিক না হওয়া ছবি যেখানে তিনি শ্রদ্ধা কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন প্রথমবার। অনন্যা ‘খো গেয়ে হাম কাহা’ ছবিতে আবার সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে অভিনয় করছেন। তাঁদের সঙ্গে রয়েছেন আদর্শ গৌতম। আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ড্রিম গার্ল ২’ ছবিতে অভিনয় করছেন অন্যন্যা পাণ্ডে।