Baba Ramdev: ‘সলমন মাদক নেন, আমিরেরটা জানি না, আর অভিনেত্রীরা…’, বিস্ফোরক রামদেব

Baba Ramdev: এখানেই থেমে থাকেননি তিনি। বাবা রামদেব আরও বলেন, "ইন্ডাস্ট্রির সব জায়গাতেই মাদকের কারবার। রাজনীতিতেও রয়েছে..."

Baba Ramdev: 'সলমন মাদক নেন, আমিরেরটা জানি না, আর অভিনেত্রীরা...', বিস্ফোরক রামদেব
বিস্ফোরক রামদেব
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2022 | 4:52 PM

বলিউডের একাধিক অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক যোগগুরু রামদেব। এক সভায় এসে প্রকাশ্যেই তাঁর দাবি, সলমন খান মাদক নেন। এখানেই থেমে থাকেননি তিনি। টেনে এনেছেন আরিয়ান খান প্রসঙ্গও। এমনকি আমির খান ও বলিউডের অভিনেত্রীদের নিয়েও মন্তব্য করেছেন তিনি। শনিবার ওই আলোচনা সভায় তিনি বলেন, “সলমন খান মাদক নেন। আমির খানের ব্যাপারে আমি জানি না। শাহরুখের ছেলেকে মাদক নেওয়ার সময় ধরা হয়েছিল। হাজতেও কাটাতে হয়েছে। আর যদি অভিনেত্রীদের কথা বলি একমাত্র ভগবানই জানেন, তাঁরা কী করেন।”

এখানেই থেমে থাকেননি তিনি। বাবা রামদেব আরও বলেন, “ইন্ডাস্ট্রির সব জায়গাতেই মাদকের কারবার। রাজনীতিতেও রয়েছে। ভোটের সময় মদ বিলি করা হয়। আমাদের শপথ নেওয়া উচিত ভারত সব নেশা থেকে মুক্ত হবে। তার জন্য আমাদের এক আন্দোলন শুরু করতে হবে।” মোরাদাবাদে আর্যবীর এবং বীরাঙ্গনা সম্মেলনে এসে রামদেবের এই বিস্ফোরক মন্তব্য নিয়ে এখন সরগরম সমাজের বিভিন্ন মহল। যদিও এ নিয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত মতামত দিতে দেখা যায়নি সলমন-আমির সহ অন্যান্যকে।

সম্প্রতি আইএসসি, সিবিএসসি মতোই পতঞ্জলি যোগ পীঠের অধীনে থাকা বৈদিক শিক্ষা নির্ভর বোর্ড ভারতীয় শিক্ষা বোর্ডকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই বোর্ডের পুরোধা রামদেব। ওই বোর্ড থেকে পাশ করা ছাত্র-ছাত্রীদের শিক্ষাগত যোগ্যতার পরিমাপ পূর্বস্বীকৃত বোর্ডগুলির থেকে ভিন্ন হবে না বলেই সরকারে তরফে জানান হয়েছে। বৈদিক শিক্ষা প্রদান ও নেশামুক্ত সমাজ গঠনের ডাক দিয়েছেন যোগগুরু। আর একই সঙ্গে সরাসরি বলিউডের উপর দাগিয়েছেন তোপও।