Suniel Shetty: বিমানবন্দরে কীভাবে প্রথম সাক্ষাৎ ঘটেছিল সুনীল শেট্টি এবং কেএল রাহুলের… জানলে অবাক হবেন!
KL Rahul: শ্বশুর-জামাইয়ের সাক্ষাৎ প্রথম কেমন ছিল জানিয়েছেন অভিনেতা। কিছুদিন আগে কপিল শর্মার শোয়ে এসেছিলেন সুনীল। সেখানেই জানিয়েছেন সেই সব কথা।

২০১৯ সাল থেকে অভিনেতা সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টির সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল। সেই ২০১৯ সালেই বিমানবন্দরে কেএল রাহুলের সঙ্গে প্রথম আলাপ সুনীলের। শ্বশুর-জামাইয়ের সাক্ষাৎ প্রথম কেমন ছিল জানিয়েছেন অভিনেতা। কিছুদিন আগে কপিল শর্মার শোয়ে এসেছিলেন সুনীল। সেখানেই জানিয়েছেন সেই সব কথা।
২৩ জানুয়ারি, ২০২৩-এ বিয়ে করেন আথিয়া-রাহুল। মহারাষ্ট্রের খান্ডালায় সুনীলের বিরাট বাংলো বাড়িতে বসেছিল বিয়ের আসর। মাত্র ১০০ জন আমন্ত্রিতের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন দুই তারকা। মেয়ের বিয়ের যাবতীয় ঘটনার কথা সুনীল শেয়ার করেন ‘দ্য কপিল শর্মা’ শোতে। জানান, কীভাবে কেএল রাহুলের সঙ্গে প্রথম আলাপ হয় তাঁর।
সুনীল বলেন, “এক বিমানবন্দরে কেএল রাহুলের সঙ্গে প্রথম দেখা হয় আমার। আমরা দু’জনেই যে ম্যাঙ্গালোরের ছেলে, তখনই প্রথম জানতে পারি। ম্যাঙ্গালোর আমাদের দু’জনেরই জন্মস্থান। আমি ওঁর খুবই ভক্ত। ওঁর খেলা আমার ভাল লাগে। ওঁ যে জীবনে ভাল করছে, সেটা দেখা আমার ভাল লাগত তখনও। এই ঘটনার কথা আমি বাড়ি ফিরে আমার স্ত্রী মানা এবং কন্যা আথিয়াকে জানাই। তাঁরা সেদিন আমাকে বিশেষ কিছুই বলেননি। কেবল একে-অপরের দিকে তাকিয়ে দৃষ্টি বিনিময় করেছিলেন। পরে মানা আমাকে বলেছিলেন, আথিয়া এবং রাহুলের মধ্যে কথা হয় নিয়মিত। আমি অবাক হয়েছিলাম জেনে যে, আথিয়া আমাকে সে ব্যাপারে কিছুই আগে থেকে বলেনি। আমার ভাল লেগেছিল শুনে কারণ, আমি আথিয়াকে সবসময়ই দক্ষিণ ভারতীয় ছেলেদের সঙ্গে কথা বলতে বলতাম। ম্যাঙ্গালোরে রাহুলের বাড়ি থেকে আমার জন্মস্থান মুক্তি কয়েক কিলোমিটার দূরে। এটা কিন্তু সত্যিই একটা কাকতালীয় ব্যাপার ছিল।”





