Viral Sushmita Sen: হৃদরোগে আক্রান্ত হওয়ার কয়েকদিনের মধ্যে ব়্যাম্পে সুস্মিতা, রইল অবাক করা ভিডিয়ো

Viral Video: বরাবরই সুস্মিতা সেন অনুপ্রেরণা, তবে কোনও কিছুই যে তাঁকে দমিয়ে রাখতে পারবে না, তা চাক্ষুস করা যায় ভাইরাল হয় এই ভিডিয়োতে।

Viral Sushmita Sen: হৃদরোগে আক্রান্ত হওয়ার কয়েকদিনের মধ্যে ব়্যাম্পে সুস্মিতা, রইল অবাক করা ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Mar 12, 2023 | 10:22 AM

কয়েক দিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর। বিশ্ব সুন্দরী নিজেকে ফিট রাখতে সব রকমের যত্ন নিয়ে থাকেন। তবে কেন এমনটা ঘটল? তা নিয়ে রীতিমত উদ্বেগ দেখা দিয়েছিল ভক্তদের মনে। যদিও কয়েকদিনের মধ্যেই লাইভে আসেন তিনি। জানান, ‘আমি ভাল আছি’। সেদিন সকলের নজরে পড়েছিল গলা ভেঙে গিয়েছিল তাঁর। ঠাণ্ডা লেগেছে জোরদার। সে বিষয়ে অনুরাগীদের ভয় না পাওয়ার আর্জি জানিয়ে মুখ খুলেছিলেন তিনি। এই এতদিন যে পরিমাণ ভালবাসা তিনি পেয়েছেন তাতে যে তিনি আপ্লুত সে কথা জানাতে ভোলেননি সুস্মিতা। ধন্যবাদ জানিয়েছেন সমস্ত চিকিৎসককে, যারা এক মুহূর্ত দেরি না করে সুস্মিতাকে সুস্থ করার জন্য দিন-রাত এক করে পরিশ্রম করেছেন।

আর তিনি যে সত্যি ভাল আছেন, তার প্রমাণ দিলেন এবার হাতে নাতে। বরাবরই সুস্মিতা সেন অনুপ্রেরণা, তবে কোনও কিছুই যে তাঁকে দমিয়ে রাখতে পারবে না, তা চাক্ষুস করা যায় ভাইরাল হয় এই ভিডিয়োতে। সুস্থ হয়ে স্বাভাবিক ছন্দে ফেরা নয়, সরাসরি ব়্যাম্পে পৌঁছে গেলেন সুস্মিতা। তাক লাগালেন ক্যাটওয়াকে। ডিজাইনার অনুশ্রী রেড্ডির কালেকশনে দেখা যায় তাঁকে। ল্যাকমি ফ্যাশন উইকে সকলের নজরের কেন্দ্রে ছিলেন সেলেব। এলিডেন্ট লুকে ধরা দিলেন তিনি।

সুস্মিতা জানান, তবে সঠিক সময় সঠিক চিকিৎসা না হলে ব্যাপারটা যে মারাত্মক হতে পারত সে বিষয়ে ইঙ্গিত দিয়ে সুস্মিতা বলেছিলেন, “জিমে যাওয়া বন্ধ করবেন না। আমি জানি অনেকেই জিমে যাওয়া বন্ধ করে ভাববে, এত জিমে গিয়েও তো ওর তো কোনও লাভ হল না। সেটা ঠিক নয়।” মূল ধমনীতে ব্লকেজ ছিল তাঁর, ম্যাসিভ হার্টঅ্যাটাক হয়– তা সত্ত্বেও প্রাণে বাঁচার কারণ হিসেবে সুস্মিতা জানিয়েছেন সচল জীবনযাত্রা। কাজের মধ্যে থাকেন তিনি, আর সেই কারণেই মৃত্যু তাঁকে ছুঁতে পারেননি বলে দাবি অভিনেত্রীর। আর এবার মিলল তারই প্রমাণ।