Gayatri Joshi: ইতালির পথ দুর্ঘটনায় তাঁর গাড়ির ধাক্কাতেই দুই বৃদ্ধের মৃত্যু; সাত বছরের জেল হতে পারে শাহরুখ খানের নায়িকার
Car Accident in Italy: ২০০৪ সালের মুক্তিপ্রাপ্ত 'স্বদেশ' ছবিতে শাহরুখ খানের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন গায়ত্রী। চরিত্রের নাম ছিল গীতা। কিং খানের সঙ্গে অভিনয় করার পরও বলিউড থেকে তেমন ডাক পাননি গায়ত্রী। এবার লাইমলাইটে এলেন এই পথদুর্ঘটনার জন্য।
ছোট্ট একটি লড়িকে টপকাতে গিয়ে ইতালিতে ভয়াবহ পথদুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী গায়ত্রী যোশী। বর্তমানে ইতালি ভ্রমণে গিয়েছে গায়ত্রী এবং তাঁর স্বামী বিকাশ ওবেরয়। ইতালির সার্ডিনিয়া শহরটা ভাল করে ঘুরে দেখছিলেন তাঁরা। লং ড্রাইভে গিয়েছিলেন মহামূল্যবান ল্যাম্বরঘিনি গাড়ি চেপে। বেশ জোরেই গাড়ি চালাচ্ছিলেন তাঁরা। মাঝ পথে একটি ছোট্ট লরি এসে পড়ে। সেই সঙ্গে এসে পড়ে একটি ফেরারিও। লরিটিকে টপটাতে গিয়েই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। গায়েত্রীর গাড়ি গিয়ে ধাক্কা মারে লরিটিকে। তাতে পাশে থাকা ফেরারি গাড়িটি উল্টে যায় এবং তাতে আগুনও ধরে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সেই গাড়ির সওয়ারি দুই বৃদ্ধের। জানা যাচ্ছে, তাঁরা সুইৎজ়ারল্যান্ডের বাসিন্দা। এই ঘটনার জেরে সাত বছরের জেল হতে পারে গায়ত্রী এবং বিকাশের।
বেড়াতে গিয়ে এমন বিপত্তিতে হয়তো কম পড়তে হয় মানুষকে। গায়ত্রীর সঙ্গে ঘটে যাওয়া এই দুর্ঘটনা প্রাণে ভয় ধরিয়ে দিয়েছে অনেকের। ভিডিয়ো রেকর্ড করে তা নেট মাধ্যমে ছেড়ে দিয়েছেন পিছনের গাড়িতে থাকা এক এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী ব্যক্তি। পথ দুর্ঘটনার পর সংবাদ মধ্যমের সামনে মুখ খুলেছেন গায়ত্রী। তিনি জানিয়েছিলেন, তিনি এবং তাঁর স্বামী ইতালিতেই আছেন। এক পথ দুর্ঘটনার কবলে পড়েছেন তাঁরা। কিন্তু ঈশ্বরের কৃপায় দু’জনেই ভাল আছেন।
২০০৪ সালের মুক্তিপ্রাপ্ত ‘স্বদেশ’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন গায়ত্রী। চরিত্রের নাম ছিল গীতা। কিং খানের সঙ্গে অভিনয় করার পরও বলিউড থেকে তেমন ডাক পাননি গায়ত্রী।