Sukanta Majumdar: ১৯ মামলা, ৬১ জন গ্রেফতার! ১৪৪ ধারার মধ্যেই পুলিশের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলে মোথাবাড়ি যাচ্ছেন সুকান্ত
Sukanta Majumdar: মোথাবাড়ির গোটা ঘটনাই পুলিশের ইন্টালিজেন্স ব্যর্থতা বলে মনে করছেন সুকান্ত। একইসঙ্গে বলছেন, “পুরোটাই পূর্বপরিকল্পিত। আমার কাছে খবর আছে তৃণমূল কংগ্রেসের মালদহ জেলার হিন্দু নেতারাও মানছেন এটা পূর্বপরিকল্পিত।”

মোথাবাড়ি: অশান্তির পর থমথমে মোথাবাড়ি। বিজেপিকে আটকাতেই ১৪৪ ধারা জারি করেছে পুলিশ, দাবি করছেন বঙ্গ বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু, এলাকায় গাড়ি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন? তাঁর জন্য ১৪৪ ধারা নেই? প্রশ্ন সুকান্তর। চাপানউতোর চলছে রাজনৈতিক মহলে।
ক্ষোভের সুরেই সুকান্ত বলছেন, “এটা তো নতুন কিছু নয়। বিজেপির নেতারা গেলেই পুলিশের যত সমস্যা। অথচ আমরা প্রশাসনকে তথ্য-প্রমাণ সহ বলেছি তৃণমূল কংগ্রেসের বিধায়ক সহ অন্যান্য নেতৃত্বরা তাঁরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে সেই এলাকায়। বৃহস্পতিবার রাতে যখন ঘটনা ঘটে তখন চারজন বিধায়ক থানায় বসেছিল পুরোটা ধামাচাপা দেওয়ার জন্য। আপনি ১৪৪ ধারা নাকি ১৬৩ ধারা কী লাগাবেন লাগান। কিন্তু, বিধায়ক সাবিনা ইয়াসমিন চার পাঁচটা গাড়ি নিয়ে দাপিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাঁর জন্য ১৪৪ ধারা নেই?”
এখানেই না থেমে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে তিনি বলেন, “শুধু বিজেপির জন্য ১৪৪ ধারা কেন থাকবে? নাকি পশ্চিমবঙ্গে শুধু তোষণের জন্য ১৪৪ ধারা তৈরি হয়েছে?” অন্যদিকে এদিনই আবার মোথাবাড়ি যাচ্ছেন সুকান্ত। কিন্তু, যাত্রপথে বাধা পেলে এখন থেকেই রণকৌশল ঠিক করে ফেলেছেন সুকান্ত। সাফ বলছেন, “বাধা পেলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব। আমরা তো তৃণমূল কংগ্রেস নই যে গুন্ডামি করব। আমাদের দলের কর্মীরা, হিন্দু সমাজের লোকজন সবাই তৃণমূলের পুলিশের বিরুদ্ধে লড়াই করবে।” মোথাবাড়ির গোটা ঘটনাই পুলিশের ইন্টালিজেন্স ব্যর্থতা বলে মনে করছেন সুকান্ত। একইসঙ্গে বলছেন, “পুরোটাই পূর্বপরিকল্পিত। আমার কাছে খবর আছে তৃণমূল কংগ্রেসের মালদহ জেলার হিন্দু নেতারাও মানছেন এটা পূর্বপরিকল্পিত।” এদিকে এখনও এলাকায় চলছে পুলিশি টহল। শনিবার রাতে পাওয়া শেষ আপডেটে জানা যাচ্ছে, মোথাবাড়িতে এখনও পর্যন্ত ১৯টি মামলা রুজু হয়েছে। ৬১ জন গ্রেফতার হয়েছে।





