Prabhas-Kriti-Saif-Adipurush: প্রভাস, কৃতি, সইফ অভিনীত ছবি ‘আদিপুরুষ’, টিজার আর প্রচার কবে থেকে শুরু জানালেন নির্মাতারা

Prabhas-Kriti-Saif-Adipurush: 'আদিপুরুষ' প্রধান জুটি প্রভাস এবং কৃতি সম্পর্কে রয়েছেন বলে সম্প্রতি গুঞ্জন রয়েছে বি-টাউনে। তবে অনেকের মতে সমস্ত গুঞ্জন শুধুমাত্র 'আদিপুরুষ'-এর জন্য একটি প্রচার স্টান্ট ছাড়া কিছু নয়।

Prabhas-Kriti-Saif-Adipurush: প্রভাস, কৃতি, সইফ অভিনীত ছবি ‘আদিপুরুষ’, টিজার আর প্রচার কবে থেকে শুরু জানালেন নির্মাতারা
'আদিপুরুষ' ছবির টিজার, প্রচার শুরু তারিখ এল সামনে
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2022 | 12:29 PM

আজ থেকে নবরাত্রির উৎসবের মরসুম শুরু। বাংলায় দুর্গা পুজোকে ঘিরে যেমন, উৎসাহ, বাংলার বাইরে বিশেষে করে বলিউডে নবরাত্রি নিয়ে। পুজোতে কটা ছবি মুক্তি পেল, তা নিয়ে যেমন চলে আলোচনা, বলিউডেও নবরাত্রি উপলক্ষে কী করা যায় ভাবতে থাকেন পরিচালক-প্রযোজকরা। নবরাত্রিতে বলিউডে মুক্তি পাচ্ছে বিক্রম বেধা। রয়েছে মণিরত্নমের পোনিয়িন সেলভান-১। ব্রহ্মাস্ত্র এখনও চলছে সিনেমা হলে। এই ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় এবং প্রযোজক করণ জোহর নবরাত্রি উপলক্ষে দর্শকদের ১০০ টাকা টিকিটে সিনেমা দেখার সুযোগ দিচ্ছেন। মানে পুজো বা নবরাত্রি সেল। বিপণনী সংস্থায়গুলো দিচ্ছে, তাহলে সিনেমা কেন পিছিয়ে থাকবে! দুই বছর কোভিড পরিস্থিতির জন্য সবক্ষেত্রেই সমস্যা হয়েছে, সিনেমা ইন্ডাস্ট্রির উপর তো খুবই। এইঅ বছর অনেকটাই পরিবেশ স্বাভাবিক। সিনেমা হলে দর্শক ফিরিয়ে আনতে শুরু হল জাতীয় সিনেমা দিবস। যার প্রতিক্রিয়াও সারা জাগানো।

এবার নবরাত্রি বা পুজোয় সকলেই চাইছেন চমক দিতে। যেমন, পিরিয়ড ড্রামা ‘আদিপুরুষ’-এর নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন তাঁদের ছবির টিজার প্রকাশ করবেন এই সময়ই। ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, কৃতি স্যানন এবং সইফ আলি খান। নির্মাতারা এই বহুল প্রতীক্ষিত সিনেমার প্রথম লুক টিজার ২ অক্টোবর রবিবার সামনে আনার কথা ভেবেছেন। তাছাড়া, ‘আদিপুরুষ’-এর টিম একটি অনুষ্ঠান করার জন্য অযোধ্যায় যাত্রা করবে। সূত্রের খবর, নির্মাতারা অযোধ্যাকে বেছে নিয়েছেন যেহেতু আদিপুরুষ সিনেমাটি  রামের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। রাম যিনি অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন বলে ধরা হয়। তাই ‘আদিপুরুষ’ ছবির প্রচার শুরু হবে এই ধর্মীয় শহর থেকেই। ছবিটি ২০২৩ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা।

‘আদিপুরুষ’ প্রধান জুটি প্রভাস এবং কৃতি সম্পর্কে রয়েছেন বলে সম্প্রতি গুঞ্জন রয়েছে বি-টাউনে। তবে অনেকের মতে সমস্ত গুঞ্জন শুধুমাত্র ‘আদিপুরুষ’-এর জন্য একটি প্রচার স্টান্ট ছাড়া কিছু নয়। বাহুবলি ছবির সময়ও রয়েছিল অনুষ্কা শেট্টির সঙ্গে প্রভাস সম্পর্কে রয়েছেন। এখন আর এই গুঞ্জন দর্শকদের মধ্যে প্রভাব ফেলে না।

যাইহোক, প্রভাস ছবিতে রাম থেকে অনুপ্রাণিত একটি চরিত্র করেছেন, সেখানে সইফ আলি খান প্রতিপক্ষ অর্থাৎ রাবণের ভূমিকায় অভিনয় করছেন। সানি সিংও রয়েছেন ছবিতে, তিনি লক্ষণের ভুমিকায় অভিনয় করছেন। তাঁর প্রধান অভিনেতাদের সম্পর্কে বলতে গিয়ে, পরিচালক ওম রাউত বলেছেন, “অনেক কাজ চলছে পুরো ছবির শুটিংয়ের সময়। সইফ এবং প্রভাস একটি অসাধারণ শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছেন আর তাতে ব্যাপক কর্ম জড়িত রয়েছে। শিল্পীর দৃষ্টিকোণ থেকে প্রভাসের অনেক শারীরিক রূপান্তর ঘটেছে এবং আমরা শুটিং করার সময়ও তিনি এটিতে কাজ চালিয়ে গিয়েছেন। সইফও অনেক কিছু করেছেন ছবির জন্য তা স্পষ্ট, তবে আমি খুব বেশি এখন বলতে পারব না।”