Shahrukh Khan Secrets: গায়িকা জোজোর ভাইকে হঠাৎ ‘বেটা-বেটা’ বলে উঠলেন শাহরুখ, কী গোপন সম্পর্ক দু’জনের?
Debopriyo Mukherjee: চিরাচরিত স্টাইলে হাতটা বাড়ালেন কিং খান। যে হাত ধরার স্বপ্ন দেখেন সব প্রজন্মের মানুষ। সেই হাতটা ধরলেন। মিষ্টি একটা পারফিউম মেখে এসেছিলেন, যা ঘরে জানান দিচ্ছিল এসআরকের উপস্থিতির। শাহরুখ তাঁর নাম ধরে ডাকলেন। যে ডাকনামে ইন্ডাস্ট্রি তাঁকে চেনেন। বললেন, "হাই দেবু, দিস ইজ় শাহরুখ খান।" শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল অভিনেতার।
গায়িকা জোজোর ভাইকে ‘বেটা’ সম্বোধন শাহরুখ খানের। একসঙ্গে দেড় ঘণ্টা কাটালেন দুই তারকা। তারপরই এই সম্পর্ক বেরিয়ে এসেছে দু’জনের মধ্যে। শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য মুম্বইয়ে উড়ে গিয়েছেন বাঙালি অভিনেতা দেবপ্রিয় মুখোপাধ্যায়। ঘটনাচক্রে তিনি গায়িকা জোজোর আপন ভাই এবং প্রয়াত অভিনেতা মৃণাল মুখোপাধ্যায়ের একমাত্র পুত্র সন্তান। অনেকগুলো বছর ধরেই বাংলায় নানা সিনেমা, সিরিয়াল এবং ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন দেবপ্রিয়। এবার তিনি ডাক পেলেন মুম্বইয়ে এবং তাঁকে অভিনয় করতে হল শাহরুখের সঙ্গে। এক বিজ্ঞাপনে শাহরুখের সঙ্গে কাজ করার সুযোগ এসেছিল দেবপ্রিয়র কাছে।
কিং খানের সঙ্গে শুটিংয়ে টানা দেড় ঘণ্টা কাটিয়েছেন দেবপ্রিয়। TV9 বাংলা জানতে চায় তাঁর অভিজ্ঞতার কথা। দেবপ্রিয় বললেন, “এত বড় মাপের স্টার। কিন্তু ব্যবহার দেখলে কে বলবে তিনি শাহরুখ খান। আমাকে যখন পরিচালক পরিচয় করিয়ে দেন, আমি উত্তেজনায় কাঁপছিলাম থরথর করে। আমার হাঁটু অবশ হয়ে যাচ্ছিল। খুব অসুবিধার মধ্যে ছিলাম আমি। ভয় পাচ্ছিলাম। কিন্তু শাহরুখ এসেই আমার ভয়টা ভেঙে দিলেন।”
চিরাচরিত স্টাইলে হাতটা বাড়ালেন কিং খান। যে হাত ধরার স্বপ্ন দেখেন সব প্রজন্মের মানুষ। সেই হাতটা ধরলেন। মিষ্টি একটা পারফিউম মেখে এসেছিলেন, যা ঘরে জানান দিচ্ছিল এসআরকের উপস্থিতির। শাহরুখ তাঁর নাম ধরে ডাকলেন। যে ডাকনামে ইন্ডাস্ট্রি তাঁকে চেনেন। বললেন, “হাই দেবু, দিস ইজ় শাহরুখ খান।” শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল অভিনেতার। মনে হল, “আমি কি স্বপ্ন দেখছি!”
সিন করার সময়ও দেবপ্রিয়কে স্বচ্ছন্দবোধ করিয়েছেন শাহরুখ খানই। বলেছেন, “বেটা তুম মুঝে কিউ দেনা।” এই ‘বেটা’ শব্দটা শুনে শিহরিত হয়েছিলেন দেবপ্রিয়। বলেছেন, “মানুষটা এই প্রজন্মের প্রত্যেক ছেলেমেয়েকেই ‘বেটা’ কিংবা ‘বেটি’ সম্বোধন করেন। কিন্তু আলিয়া ভাটদের কী বলে ডাকেন, জানি না। আমি তো ছেলে। এসআরকের মুখে ‘বেটা’ শব্দটা শুনে আমি আপ্লুত হতে পারি। কিন্তু হলফ করে বলতে পারি, দেশের সিংহভাগ মেয়েই শুনতে চাইবেন না, প্রিয় পুরুষের মানুষ সন্তানসম সম্বোধন…”