Vivek Agnihotri: ‘বলিউড দর্শকদের বোকা ভাবে…’, হঠাৎ কেন এমন মন্তব্য করে বসলেন বিবেক?

Bollywood Controversy: যেখানে ছবির প্রতিটা চরিত্রই বিজ্ঞানী, ‌ এই চরিত্রদের নামও বাস্তব বিজ্ঞানীদের নামেই রাখা হয়েছে। তাঁর কথায়, ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় যে ছবিগুলো তৈরি হচ্ছে, তার গুণমান হয়তো উন্নত, তারা খুব ভাল কাজ করছে, তবে বলিউডের ধ্যান-ধারণা যেন কিছুতেই বদলাচ্ছে না।

Vivek Agnihotri: 'বলিউড দর্শকদের বোকা ভাবে...', হঠাৎ কেন এমন মন্তব্য করে বসলেন বিবেক?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 6:07 PM

‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবার সরব হলেন বলিউড ছবির বিষয়বস্তু নিয়ে। সম্প্রতি মুক্তি পেতে চলেছে তাঁর আগামী ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। এক সাক্ষাৎকারে নিজের ছবির প্রসঙ্গে পরিচালক মন্তব্য করেন, ভারতের বুকে এটাই প্রথম বিজ্ঞান ভিত্তিক ছবি। তবে কি এর আগে ভারতের বুকে কোনও বিজ্ঞানকে ভিত্তি করে ছবি তৈরি হয়নি? উত্তরে হিন্দুস্থান টাইমস-কে পরিচালক জানান, তাঁর মতে আর মাধবন অভিনীত ছবি রকেট্রি প্রথম বিজ্ঞান নির্ভর ছবি, তবে তা অ্যাস্ট্রোনমি নিয়ে তৈরি। এই প্রথম কোনও ছবি বলিউডে তৈরি হল, যেটা পুরোটাই একটি সায়েন্স ল্যাবের অন্দরমহলে শুট করা হয়েছে।

যেখানে ছবির প্রতিটা চরিত্রই বিজ্ঞানী, ‌ এই চরিত্রদের নামও বাস্তব বিজ্ঞানীদের নামেই রাখা হয়েছে। তাঁর কথায়, ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় যে ছবিগুলো তৈরি হচ্ছে, তার গুণমান হয়তো উন্নত, তারা খুব ভাল কাজ করছে, তবে বলিউডের ধ্যান-ধারণা যেন কিছুতেই বদলাচ্ছে না। বিবেক এদিন দাবি করেন, বলিউড তার দর্শকদের বোকা ভাবে। সেই কারণেই হয়তো বিজ্ঞানী নির্ভর ছবি তৈরি করতে কখনও অগ্রসর হয়নি। ‘মনে মনে আমি বলিউড থেকে অবসর নিয়েছি’- বলে সাফ জানান বিবেক। বলিউডে একই ধাঁচের চিত্রনাট্য যেভাবে বারবার পর্দায় জায়গা করে নিচ্ছে, তাতে কেবল এক ধাঁচের ছবির দর্শকই তৈরি হয়েছে বলিউডের।

এর বাইরে বেরিয়ে ছক ভেঙ্গে কোন ছবি তৈরি করার সাহস দেখায় না বলিউড। তিনি জানান রকেস্ট্রি যদি না থাকতো, তবে তিনি তাঁর ছবিকে প্রথম বলিউডের সাইন্স ফিকশন ছবি বলে দাবি করতেন। তাঁর ছবি দ্য কাশ্মীর ফাইলস বলিউড বক্স অফিসে ঝড় তুলেছিল, দর্শকমহলে সাড়া ফেলে দিয়েছিল। তবে জওয়ান-এর মুখে ছবি মুক্তি। বক্স অফিসে দ্য ভ্যাকসিন ওয়ার কতটা জায়গা করে নিতে পারে, সেটাই দেখার।