Gossip Story: সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর ফের বিয়ে করছেন নাগা?

Gossip Story: ২০২১ সালে বিচ্ছেদ হয়ে যায় সামান্থা রুথ প্রভুর সঙ্গে। চমকে গিয়েছিলেন সকলেই, 'এও কী সম্ভব'? এর পরেই নাগা চৈতন্যের নাম জড়ায় শোভিতা ধুলিপালার সঙ্গে।

Gossip Story: সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর ফের বিয়ে করছেন নাগা?
সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর ফের বিয়ে করছেন নাগা?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 9:48 PM

২০২১ সালে বিচ্ছেদ হয়ে যায় সামান্থা রুথ প্রভুর সঙ্গে। চমকে গিয়েছিলেন সকলেই, ‘এও কী সম্ভব’? এর পরেই নাগা চৈতন্যের নাম জড়ায় শোভিতা ধুলিপালার সঙ্গে। যদিও প্রেমের গুঞ্জন স্বীকার করেননি কেউই। এবার সূত্র জানাচ্ছে, বিচ্ছেদের দু’বছরের মধ্যেই নাকি আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নাগা! তবে পাত্রী কিন্তু শোভিতা নন। সূত্র আরও জানাচ্ছে, ছেলের দ্বিতীয় বার বিয়ে দেওয়ার জন্য নাকি উঠে পড়ে লেগেছেন বাবা নাগার্জুন। এও জানা যাচ্ছে, মেয়েও নাকি ঠিক হয়ে গিয়েছে। তবে না, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে সেই মেয়ের নাকি কোনও যোগাযোগ নেই। তিনি নাকি, এক ব্যবসায়ী পরিবারের অন্তর্ভুক্ত। ইতিমধ্যেই নাকি দুই পরিবারের কথাও হয়ে গিয়েছে। যদিও নাগার সম্মতি আছে কিনা তা জানা যায়নি। শুধু তাই নয়, এ নিয়ে স্পিকটি নট দুই পরিবারই।

এই মুহূর্তে বিদেশে রয়েছেন সামান্থা। সেখানে চলছে তাঁর পেশীপ্রদাহের চিকিৎসা। কিছু দিন আগেই বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর ছবি ‘কুশি’ মুক্তি পায়। ওদিকে নাগাকে শেষ দেখা গিয়েছে অ্যাকশন থ্রিলার ছবি ‘কাস্টডি’তে।