Prabhas-Kriti Relation: ‘তিরুপতীতে বিয়ে করব’, কৃতির সঙ্গে সম্পর্কের জল্পনার মাঝেই এ কী বললেন প্রভাস

Relationship: প্রভাস ও কৃতি নিজেদের সম্পর্ক নিয়েও খুব একটা সোজাসুজি উত্তর দেননি। তবে বলিউডের রটনা ‘আদিপুরুষ’ ছবির সেটে একসঙ্গে শুটিং করতে গিয়েই নাকি কাছাকাছি আছেন দু’জনে। হয় প্রেম।

Prabhas-Kriti Relation: 'তিরুপতীতে বিয়ে করব', কৃতির সঙ্গে সম্পর্কের জল্পনার মাঝেই এ কী বললেন প্রভাস
Follow Us:
| Edited By: | Updated on: Jun 07, 2023 | 11:10 AM

প্রভাসের বিয়ে নিয়ে এরই মধ্যে আরও এক খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। প্রভাস ও কৃতি শ্যানন নাকি বাগদান সারতে চলেছেন, এমনটাই শোনা গিয়েছিল মাস খানেক আগে। প্রেমের সপ্তাহেই নাকি হবে আংটি বদল করার কথা ছিল তাঁদের। চিত্র সমালোচক উমর সাধু টুইটারে এই খবর শেয়ার করেছিলেন। তিনি লিখেছিলেন, “ব্রেকিং নিউজ, কৃতি শ্যানন ও প্রভাস আগামী সপ্তাহেই বাগদান সারছেন। তাঁদের জন্য ভীষণ খুশি। ওঁরা দুজনে মালদ্বীপে উড়ে যাবেন।” যদিও কৃতি বা প্রভাসের টিম এই নিয়ে কোনও মন্তব্যই করেননি। প্রভাস ও কৃতি নিজেদের সম্পর্ক নিয়েও খুব একটা সোজাসুজি উত্তর দেননি। তবে বলিউডের রটনা ‘আদিপুরুষ’ ছবির সেটে একসঙ্গে শুটিং করতে গিয়েই নাকি কাছাকাছি আছেন দু’জনে। হয় প্রেম। তবে সেই খবর যে সত্য ছিল না, তা এতদিনে প্রমাণিত। কারণ জুটির বাগদান হয়নি এখনও।

তবে এবার খবরের শিরোনামে জায়গা করে নিল প্রভাসের বিয়ে। সদ্য আদিপুরুষের প্রচারে এসে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন তিনি। জানালেন, কোনও একদিন বিয়ে করব। করলে তিরুপতীতে করব। তবে এই বিয়ের সঙ্গে কৃতির কোনও যোগ আছে কি না, তা রহস্যই থেকে গেল। করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ প্রথম আঁচ পাওয়া যায় কৃতি-প্রভাসের অফ-স্ক্রিন রসায়ন ঠিক কীরকম। শোয়ের একটি রাউন্ডে প্রভাসকেই প্রথম ফোন করেছিলেন কৃতি। তখনই সকলের মনে হতে শুরু করে কিছু তো একটি নিশ্চয়ই আছে…। নিজ-নিজ কর্মজীবনে সফল প্রভাস এবং কৃতি শ্যানন।

‘বাহুবলী’র দুটি ছবি ছিল প্রভাসের কেরিয়ারের মাইলফলক। এর আগে অনুষ্কা শেট্টির সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এখন তাঁর মন জুড়ে শুধুই কৃতি। অন্যদিকে কৃতির বলিউডের আগমন একেবারেই নন-ফিল্মি পরিবার থেকে। যদিও এই কয় বছরে বলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। হাতে রয়েছে বেশ কিছু ভাল ছবি। প্রসঙ্গত, এখন তাঁরা তাঁদের আগের ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন। ১৬ জুন মুক্তি পাচ্ছে আদিপুরুষ।