রণবীর সিং-এর সঙ্গে সম্পর্কে থেকেও প্রাক্তনের প্রতি টান? বিতর্কে দীপিকার

Deepika Relationship Controversy:

রণবীর সিং-এর সঙ্গে সম্পর্কে থেকেও প্রাক্তনের প্রতি টান? বিতর্কে দীপিকার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2024 | 4:54 PM

দীপিকা পাড়ুকোন। কেরিয়ারের শুরু থেকেই যাঁর নামের সঙ্গে জড়িয়েছে একাধিক অভিনেতার নাম। কখনও সম্পর্কের জল্পনা, কখনও খুল্লাম খুল্লা প্রেম, একাধিকবার দীপিকা পাড়ুকোনের ব্যক্তিজীবন চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। প্রেমে বিচ্ছেদ থেকে শুরু করে বিয়ে, সবটাতেই দীপিকা পাড়ুকোন লাইম লাইটে। যদিও সেলেবদের ক্ষেত্রে এই ছবি ভীষণ চেনা। তাঁদের ক্ষেত্রে কোনও বিষয়ে গোপনিয়তা বজায় রাখা একপ্রকার কঠিন বিষয়। বিচ্ছেদ, ভাঙন, নতুন সম্পর্কের হাতছানি, প্রতিটা মানুষের জীবনেই ভীষণ স্বাভাবিক অধ্যায়। ফলে তালিকা থেকে বাদ পড়েননি দীপিকা পাড়ুকোন। তবে হঠাৎ এমন কী হল যে নেটদুনিয়ায় রোষের মুখে পড়তে হল অভিনেত্রীকে?

রণবীর কাপুরের সঙ্গে দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয়েছিল এই জুটির। তখন রণবীর কাপুরের জীবনে ক্যাটরিনা কইফের ছায়া। তাঁর ,সঙ্গেই প্রেমে দিয়েছিলেন ডুব। তবে সমীকরণ পাল্টে যেতে দেখা যায় তামাশা ছবি মুক্তির পর। তামাশা সেটে আবারও কাছাকাছি এসেছিলেন রণবীর ও দীপিকা। সেই ছবির প্রচারের সময় দীপিকা ও রণবীরের মাঝে যে সমীকরণ নজরে এসেছিল, তারই এক ক্লিপিং এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

যেখানে দেখা দিয়েছিল, কখনও রণবীরের মাথায় হাত বোলাচ্ছেন দীপিকা, কখনও আবার রণবীরের হাতে চুমু খাচ্ছেন দীপিকা। কিন্তু কেন? তখন তো রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন ক্যাটরিনা কইফ? প্রশ্ন তুলল নেটিজ়েনরা। এখানেই শেষ নয়, তখন দীপিকা পাড়ুকোনও সম্ভাব্য সম্পর্কে ছিলেন রণবীর সিং-এর সঙ্গে। অনেকেই রণবীর সিং-এর খারাপ লাগার কথাও তুলে ধরলেন। শেষ এখানেই নয়, পাশাপাশি রণবীর কাপুরের সঙ্গে ঠিক সেই সময়ই সম্পর্ক খারাপ হতে দেখা যায় ক্যাটরিনার। এর কারণ হিসেবেও দীপিকাকেই বর্তমানে দায়ী করছে নেটপাড়া।