Dev: ‘এতটা রাজনীতি কবে শিখে গেলেন? লজ্জা করে না!’ আরজি কর কাণ্ডে এবার তুলোধনা দেবকে

RG kar Case: পর্দায় অন্যায়ের বিরুদ্ধে সদা সরব এই অভিনেতা বাস্তবে কঠিন সময় ঠিক কী করছেন? প্রশ্ন এবার তুলল নেটপাড়ার। চিৎকার করে সোশ্যাল মিডিয়ায় বিচার তিনি চাইছেন না, তারকাদের সঙ্গে পথে পা তিনি মেলাচ্ছেন না, কেন প্রতিবাদে তিনি সামিল হচ্ছেন না?

Dev: 'এতটা রাজনীতি কবে শিখে গেলেন? লজ্জা করে না!' আরজি কর কাণ্ডে এবার তুলোধনা দেবকে
Follow Us:
| Updated on: Aug 20, 2024 | 2:15 PM

তিনি দেব। তিনি পর্দার সুপারস্টার। আবার তিনি সাংসদও বটে। টানা তিনবার ভোটে জিতে ঘাটালের ভার কাঁধে নিয়েছেন তিনি। ভক্তদের সেই মনের মানুষ এই কঠিন সময় কোথায়? পর্দায় অন্যায়ের বিরুদ্ধে সদা সরব এই অভিনেতা বাস্তবে কঠিন সময় ঠিক কী করছেন? প্রশ্ন এবার তুলল নেটপাড়ার। চিৎকার করে সোশ্যাল মিডিয়ায় বিচার তিনি চাইছেন না, তারকাদের সঙ্গে পথে পা তিনি মেলাচ্ছেন না, কেন প্রতিবাদে তিনি সামিল হচ্ছেন না? এবার এমনই প্রশ্নে ভরছে দেবের সোশ্যাল মিডিয়া। যদিও তাঁর সক্রিয়ভাবে এই আন্দোলনের সঙ্গে না থাকার অন্যতম কারণ তিনি এখন দেশের বাইরে। রুক্মিনী মৈত্রর সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন সৌদি আরব। সেখান থেকেই শেয়ার করেছেন একাধিক ছবি।

তবে আরজি কর কাণ্ডের খবর কি তাঁর কান পর্যন্ত পৌঁছায়নি? একেবারেই তা নয়। বিদেশে থেকেই তিনি তাঁর খাদান ছবির ট্রিজার মুক্তির সিদ্ধান্ত বাতিল করেছিলেন। জানিয়েছিলেন আরজি কর কাণ্ডের প্রতিবাদে আনন্দ অনুষ্ঠান সাজে না। আর ঠিক সেই কারণেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন। কিন্তু সেখানেই শেষ। তারপর থেকে ঘটে গিয়েছে অনেক কিছু। কিন্তু দেবের পক্ষ থেকে আর কোনও বার্তা পাননি কেউ। কিন্তু কেন? এবার প্রিয় অভিনেতাকে প্রশ্ন করতে পিছপা হলেন না তাঁর ভক্তরাও।

সোশ্যাল মিডিয়ায় তিনি সৌদি আরব থেকে জিম করার একটি ভিডিয়ো শেয়ার করেন। সেখানেই কমেন্ট বক্সে কেউ লিখলেন- ‘আর কোনো দিনও বলবেন না বাংলা সিনেমার পাশে দাঁড়াতে,’ কেউ আবার লিখলেন, ‘কী করে সিনেমায় সৎ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন? লজ্জা করে না?’ কেউ আবার লিখলেন, ‘খুব অচেনা লাগছে তোমায় এতটা রাজনীতি কবে শিখে গেলে? বড্ড বদলে গেছো!’ কারও দাবি, ‘তোমাৱ প্রতিক্রিয়া কোথায় আজ হিৱো? কেন কিছু বলছো না?’