Yuvraj Singh: সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘আবিষ্কার’ জোড়া বিশ্বকাপজয়ী যুবরাজ সিংকে নিয়ে বড় ঘোষণা
Indian Cricket Legend: যুবরাজ সিংয়ের জীবনে এত সাফল্য, প্রত্যাবর্তনের লড়াই পর্দায় আনা খুবই কঠিন কাজ। তাঁর উত্থান কোনও গল্প নয়। রূপকথার চেয়েও বেশি। সবটাই বাস্তব। তাঁর জীবনের প্রতিটি ঘটনা ক্রীড়াবিদদের পাশাপাশি সমাজের যে কোনও স্তরের মানুষের কাছেই প্রেরণা।
বিশ্বক্রিকেটের রকস্টার। সিক্সার কিং। জোড়া বিশ্বজয়ী। ক্যানসার জয়ী। সৌরভ গঙ্গোপাধ্যায়ের আবিষ্কার যুবরাজ সিংয়ের জীবনের গল্প এ বার বড় পর্দায়। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। টি-সিরিজের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। বায়োপিকের নাম কী হবে, তা নিয়ে গভীর আলোচনা। যুবরাজ সিংয়ের জীবনে এত সাফল্য, প্রত্যাবর্তনের লড়াই পর্দায় আনা খুবই কঠিন কাজ। তাঁর উত্থান কোনও গল্প নয়। রূপকথার চেয়েও বেশি। সবটাই বাস্তব। তাঁর জীবনের প্রতিটি ঘটনা ক্রীড়াবিদদের পাশাপাশি সমাজের যে কোনও স্তরের মানুষের কাছেই প্রেরণা। কী ঘোষণা হল আর?
বায়োপিকের নাম অবশ্য ঠিক হয়নি। টি-সিরিজের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে-‘ক্রিকেটে যুবরাজ সিংয়ের অবদানের গ্র্যান্ড সেলিব্রেশন হিসেবে ওর বায়োপিকের ঘোষণা করা হল। যুবরাজের সফল কেরিয়ার, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় ছক্কার রেকর্ড, মাঠের বাইরের লড়াই থেকে ক্রিকেটে প্রত্যাবর্তন সবই তুলে ধরা হবে বায়োপিকে।’
প্রাক্তন ভারত অধিনায়ক যে কয়েকজন তরুণ ক্রিকেটারের উপর ভরসা রেখেছিলেন, যুবরাজ সিং তাঁদেরই একজন। ভারতের ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি জয়, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ান ডে বিশ্বকাপ জয়ে বড় অবদান রয়েছে যুবরাজ সিংয়ের। দুই প্রযোজককে ধন্য়বাদ জানিয়ে যুবরাজ সিং বলেন, ‘আমি আন্তরিক ভাবে খুবই খুশি এবং সম্মানিত যে আমার জীবন তুলে ধরা হবে। কোটি কোটি সমর্থকরা অনেক কিছু জানার সুযোগ পাবে। আশা করি এই বায়োপিক সকলকে প্রেরণা জোগাবে, তাঁরা কী ভাবে নিজেদের জীবনের চ্যালেঞ্জগুলো পার করবেন।’
যুবরাজের বায়োপিক প্রযোজনা করবেন ভূষণ কুমার। তাঁর ব্লকবাস্টার সিনেমাগুলির মধ্যে রয়েছে দৃশ্যম ২, অ্যানিম্যাল, ভুল ভুলাইয়া, কবির সিং। ভূষণ কুমার আশাবাদী, ভারতীয় ক্রিকেটের নায়ক যুবরাজ সিংয়ের জীবন সকলকেই অনুপ্রেরণা জোগাবে। যদিও যুবরাজের ভূমিকায় কাকে দেখা যাবে, কবে রিলিজ হবে, তা এখনই পরিষ্কার করা হয়নি।
View this post on Instagram