Kaushik Ganguly: মায়ের শেষকৃত্য করেই কৌশিক ছুটলেন টলিপাড়ার মিছিলে

Tollywood: অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন পরিচালকের মা। শনিবার TV9 বাংলাকে পরিচালক জানিয়েছিলেন মা-কে নিয়ে তিনি ঠিক কতটা চিন্তায়।

Kaushik Ganguly: মায়ের শেষকৃত্য করেই কৌশিক ছুটলেন টলিপাড়ার মিছিলে
Follow Us:
| Updated on: Aug 18, 2024 | 6:37 PM

মাতৃহারা টলিউড পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। রবিবার শোকের ছাড়া গঙ্গোপাধ্যায় পরিবারে। বেশ কিছুদিন ধরেই পরিচালকের মা ছিলেন অসুস্থ। চলছিল চিকিৎসা। শনিবার TV9 বাংলাকে পরিচালক জানিয়েছিলেন মা-কে নিয়ে তিনি ঠিক কতটা চিন্তায়। মন যেন আগাম জানান দিয়েছিল কোনও বড় বিপদ হতে চলেছে। মায়ের স্বাস্থ্য নিয়ে বেশ চিন্তায় ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হল না। শত চেষ্টাতেও ঠেকানো গেল না মৃত্যু। মাকে হারালেন পরিচালক। শনিবারই তিনি বলেছিলেন, ‘মা মৃত্যু শয্যায় লড়াই করছেন। এখন-তখন অবস্থা। কী হবে বলতে পারছি না। খুবই চিন্তিত।’

আর সেই ভয়ই যেন রাত পোহাতে হয়ে গেল সত্যি। খবর প্রকাশ্যে আসা মাত্রই সকলেই শোকস্তব্ধ। তবে বুকে পাথর চাপা রেখেই এদিন কৌশিক গঙ্গোপাধ্যায় ছুটলেন বাংলার মেয়ের নৃশংস হত্যার বিচার চেয়ে পথ আন্দোলনে। এদিন টেকনিশিয়ান স্টুডিও থেকে বিকেল হতেই টলিপাড়া বা বাড়িয়েছেন খান্নার উদ্দেশে। সোশ্যাল মিডিয়ায় সকলেই একযোগে জানিয়ে ছিলেন আজকের এই জমায়েতের কথা। সেই সময় ধরেই একে একে জমায়েত হন সকলে। আর বাংলার মহিলাদের এই নিরাপত্তার দাবিতে যখন সকলেই পথে, তখন শোক বুকে নিয়েই পথে নামলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, শ্বাশত চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, অরিন্দম শীল, জিতু কামাল, পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখেরা।