Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি সত্যিই কেবল দই-শসা খেয়ে থাকেন?

Prosenjit Chatterjee: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কী খান? ৬০ বছর পূর্ণ হয়েছে তাঁর। কিন্তু ফিটনেস এবং চেহারার জৌলুস দেখে অনেকেই অনেক কথা বলছেন। টলিউডে ঘোষিত যে, প্রসেনজিৎ নাকি কেবলই দই-শসা খেয়ে থাকেন। এই প্রশ্নটি প্রসেনজিৎকে সরাসরি করা হয়েছিল এবং তিনি এর জবাবও দিয়েছেন।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি সত্যিই কেবল দই-শসা খেয়ে থাকেন?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দই-শসা।
Follow Us:
| Updated on: Jan 12, 2024 | 11:41 AM

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কী খান? ৬০ বছর পূর্ণ হয়েছে তাঁর। কিন্তু ফিটনেস এবং চেহারার জৌলুস দেখে অনেকেই অনেক কথা বলছেন। টলিউডে ঘোষিত যে, প্রসেনজিৎ নাকি কেবলই দই-শসা খেয়ে থাকেন। সত্যিই কি তাই? হাতের সামনে সাজিয়ে রাখা সুস্বাদু খাবারের প্লেট থেকে কখনও কাটলেটে কামড় কিংবা বিরিয়ানি মুখে চালান করেন না প্রসেনজিৎ। সবটাই সংবরণ করেন এবং দই শসাই খান। তাই কি? এই প্রশ্নটি প্রসেনজিৎকে সরাসরি করা হয়েছিল এবং তিনি এর জবাবও দিয়েছেন।

প্রসেনজিৎ বলেছেন, “কেন বলুন তো আপনাদের মনে হয় আমি কেবল দই খেয়েই থাকি। এটা কিন্তু মানুষের ভুল ধারণা যে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ডায়েটে থাকে কেবলই দই এবং শসা । আমি বলছি, দই-শসা খাই। কিন্তু সেটাই আমার একমাত্র খাবার নয়। দই শসার বাইরেও আমি আরও অনেক কিছু খাই। যেটা স্বাভাবিকভাবে মানুষ খেয়ে থাকেন। যেমন, ভাত-ডাল-মাছ-সবজি। কিন্তু অতিরিক্ত মাত্রায় খাওয়া-দাওয়া আমি করি না। সময় মেনে এবং অল্প করে খাই। এবং যে জিনিসটা আমি খেতে কখনওই ভুলি না, তা হল জল। কিছুক্ষণ পরপরই আমি জল পান করি। এবং সেটাই আমার সুস্থ থাকার একমাত্র সিক্রেট।”

প্রসেনজিৎ এও জানিয়েছিলেন, তাঁর বাড়ির প্রত্যেকটি ঘরে ২-৩টে করে জলের বোতল রাখা থাকে। যখনই যে ঘরে থাকেন, জলের বোতল থেকে জল খেয়ে নেন। এবং তা করতে তাঁর ভুল হয় না।

ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির ফিটনেস তাঁর অত্যন্ত ভাল লাগে। বিরাটের খাওয়াদাওয়া এবং এক্সারসাইজ়ে তিনি মুগ্ধ। তিনি মজা করে এও বলেছিলেন, আমার বিরাটকে খুবই ভালো লাগে। ওঁর ফিটনেস এবং ওঁর ডায়েট ফলো করার চেষ্টা করি আমি।”