আসছে ‘দৃশ্যম ২’, সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন মোহনলাল
পরিস্থিতি স্বাভাবিক থাকলে গত অক্টোবরেই সিনেমা হলে এই ছবি দেখতে পারতেন দর্শক। তবে অপেক্ষার ফল ভাল হবে বলে আশাবাদী মোহনলাল নিজে।
মোহনলাল অভিনীত ‘দৃশ্যম ২’-এর জন্য অপেক্ষা ছিল দর্শকের। অবশেষে সুখবর। আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এই ছবি। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই সুখবর ঘোষণা করেছেন অভিনেতা স্বয়ং।
২০১৩-এ মুক্তি পেয়েছিল মালায়লম ছবি ‘দৃশ্যম’। তখন থেকেই সিক্যুয়েলের জন্য দর্শক মহলে অপেক্ষা শুরু হয়। নতুন ছবিটির ট্রেলার মুক্তি পাবে আগামী ৮ ফেব্রুয়ারি। নতুন ছবির পোস্টারেও মোহনলালের লুক নজর কেড়েছে দর্শকের। পরিচালনার দায়িত্বে রয়েছেন জিতু জোসেফ।
View this post on Instagram
ছবির মুখ্য চরিত্রের নাম জর্জ কুট্টি। সিকুয়েলেও চিত্রনাট্য অনুযায়ী তাঁর গল্প থাকছে। বিভিন্ন ভাষায় তৈরি হয়েছে ছবিটি। হিন্দিতে অভিনয় করেছেন অজয় দেবগণ, তব্বু, শ্রিয়া সরণ প্রমুখ। তামিল রিমেকে দর্শক দেখেছেন কমল হাসানের অভিনয়।
গত বছর নিজের জন্মদিনে ‘দৃশ্যম ২’-এর ঘোষণা করেছিলেন মোহনলাল। করোনা আতঙ্কের কারণে ছবির শুটিং পিছিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক থাকলে গত অক্টোবরেই সিনেমা হলে এই ছবি দেখতে পারতেন দর্শক। তবে অপেক্ষার ফল ভাল হবে বলে আশাবাদী মোহনলাল নিজে। আগের বারের মতো দারুণ একটি ছবি তিনি দর্শককে উপহার দিতে পারবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন, সুদীপ্তার যোগাভ্যাসের রুটিনে একমুঠো ভালবাসা এনে দিল নীরা