অনিল কাপুর আদপে একজন শিশু…: ফতিমা সানা শেখ
এ বছরের জানুয়ারি মাস থেকেই অনিল কাপুর এবং তাঁর ছেলে হর্ষবর্ধন কাপুরের সঙ্গে নেটফ্লিক্সের একটি ছবির জন্য রাজস্থানে শুটিং করছিলেন ফতিমা।
খাতায় কলমে বয়স ৬৪। কিন্তু ফতিমা সানা শেখের কাছে অনিল কাপুর আদপে একজন শিশু। তাঁর আচার-ব্যবহার, তাঁর প্রকৃতি…সব কিছুই ফতিমার চোখে ধরা দিয়েছে নিছক সারল্য হিসেবে। মুখ খুললেন ‘দঙ্গল’ কন্যা।
এ বছরের জানুয়ারি মাস থেকেই অনিল কাপুর এবং তাঁর ছেলে হর্ষবর্ধন কাপুরের সঙ্গে নেটফ্লিক্সের একটি ছবির জন্য রাজস্থানে শুটিং করছিলেন ফতিমা। যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি। সেই ছবির সূত্রেই অনিল কাপুরের সঙ্গে আলাপ ফতিমা। আলাপ নয়, বলা ভাল, ‘চেনা শোনা’। কেমন দেখলেন তিনি অনীল কাপুরকে? ‘এভারগ্রীন’ হিরোর সঙ্গে কাজ করে কেমন অভিজ্ঞতা হল তাঁর?
আরও পড়ুন- ‘এমনিতে স্টেবল রয়েছি, তবে মারাত্মক দুর্বল’, সপরিবারে করোনা আক্রান্ত দিতিপ্রিয়া
View this post on Instagram
ফতিমার কথায়, “উনি পুরো শিশুর মতো। ভীষণ প্রাণচঞ্চল, মজাদার একজন মানুষ। সব সময় সময়ে আসতেন। ভীষণ ভাল মনের একজন মানুষ।” সিনিয়র অভিনেতার সঙ্গে কাজ করতে গিয়ে কোথাও গিয়ে বাড়তি চাপ অনুভূত হয়েছে তাঁর? ফতিমা বলেন, “কিছু জিনিস আমি করতে চেয়েছিলাম। তবে সত্যি কথা বলতে, নিশ্চিত ছিলাম না যে আদৌ কি তা প্রকাশ্যে বলব? অনীল স্যরকে বলতেই তিনি বললেন, ‘বেটা যা ইচ্ছে তাই করো।’ এই কমফোর্ট জোনটা তৈরি করে দেওয়াটাই আসল।” ছবির শুট শেষ হয়ে গেলেও স্মৃতি মন থেকে মোছেনি ফতিমার। যদিও নেটফ্লিক্সের তরফে ছবির নাম এবং মুক্তির দিন এখনও জানানো হয়নি।
সিনে জগতে ফতিমার হাতেখড়ি ১৯৯৭ সালে, শিশুশিল্পী হিসেবে। কমল হাসান-তব্বু অভিনীত ‘চাচি ৪২০’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এর পর প্রাপ্ত বয়স্ক হওয়ার পর ‘বিট্টূ বস ‘, ‘আকাশবাণী’সহ বেশ কয়েকটি ছবি– তবে সেসব বক্স অফিসে সাফল্য আনতে পারেনি বললেই চলে। তাঁর ভাগ্যের শিকে ছেড়ে ২০১৬ সালে ‘দঙ্গল’ ছবির মধ্যে দিয়ে। ছবিতে ‘গীতা ফোগতে’র চরিত্র দর্শকমনে দাগ কেটেছিল। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘থাগস অব হিন্দুস্থান’, ‘লুডো’…যত দিন যাচ্ছে ফতিমার সাকসেসের লিস্টও লম্বা হচ্ছে ক্রমশ।
View this post on Instagram