গোল্ডেন গ্লোব ২০২১: অওকফিনা, সিন্থিয়া ও ক্রিস্টিন, মঞ্চ কাঁপাবেন মহিলা ঘোষকেরা
এ বারের গোল্ডেন গ্লোবের মনোনয়ন থেকে শুরু করে বিচারকের আসন -- সবেতেই মহিলা আধিপত্য।
দেরি হয়েছে ঠিকই কিন্তু বন্ধ হয়ে যায়নি। করোনাকালেও অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গোল্ডেন গ্লোব। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। গোল্ডেন গ্লোবে (Golden Globes 2021) এ বার রয়েছে চমকের পর চমক। সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে চলেছে বেশ কয়েক জন জনপ্রিয় এবং বিশ্বমানের অভিনেত্রীকে। এ বারের গোল্ডেন গ্লোবের মনোনয়ন থেকে শুরু করে বিচারকের আসন — সবেতেই মহিলা আধিপত্য।
সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে কৌতুক অভিনেত্রী অওকওয়াফিনাকে যিনি গত বছর ‘দ্য ফেয়ারওয়াল’-এ অনবদ্য অভিনয়ের জন্য জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ কৌতুক অভিনেত্রীর মুকুট। এ ছাড়াও ঘোষকের দায়িত্ব সামলাতে চলেছেন সিন্থিয়া এরিভো। যিনি গত বছর ‘হ্যারিয়েট’ ছবিতে অসামান্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। থাকছেন রেনে জেলওয়েগারও। যিনি গত বছর চলচ্চিত্র বিভাগে ‘জুডি’ ছবির জন্য হাসিল করেছিলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। থাকবেন ক্রিস্টান উইগ এবং অ্যানি মুমোলোও।
তবে শুধু যে মহিলাদেরই সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে এমনটা নয়, নিজের ক্যারিশ্মা দেখাতে হাজির হবেন ‘জোকার’ খ্যাত ওয়াকিন ফিনিক্স। এই প্রথম বার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সঞ্চালনার দায়িত্ব সামলাবেন ঘোষকেরা। এই যেমন অভিনেত্রী অ্যামি পোহলার সঞ্চালনা করবেন বেভারলি হিলসের বেভারলি হিলটন থেকে। অন্যদিকে টিনা ফে সঞ্চালনা করবেন নিউইয়র্ক সিটির মিডটাউন ম্যানহাটনের রকফেলার সেন্টার থেকে। এর আগে ২০১৩ এবং ২০১৫ সালেও ওই দুইজন সঞ্চালনার দায়িত্বে ছিলেন।
সাধারণত বছরের প্রথম রবিবার গোল্ডেন গ্লোব (Golden Globes 2021) অনুষ্ঠিত হয়। অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারিতে। তবে এ বার সব হিসেব গিয়েছে উল্টে। ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গোল্ডেন গ্লোব আর অস্কার? সব ঠিক থাকলে এপ্রিলের ২৫ তারিখে।