কার ফোনে বিরক্ত হলেন পরিচালক হন্সল মেহতার স্ত্রী?

হন্সল মেহতা পরিচালিত স্পোর্টস-কমেডি ফিল্ম ‘ছালাং’ বেশ সাড়া  ফেলেছিল।

কার ফোনে বিরক্ত হলেন পরিচালক হন্সল মেহতার স্ত্রী?
সস্ত্রীক হন্সল মেহতা
Follow Us:
| Updated on: Jan 11, 2021 | 12:34 PM

অনবরত একের পর এক ফোন কল আসছিল পরিচালক হন্সল মেহতার (Hansal Mehta) স্ত্রীয়ের ফোনে। এক অজানা নম্বর থেকে সারা রাত ধরে এসেছে ফোন। এমন অবস্থায় বিষয়টি এসে দাঁড়ায় যে মুম্বই পুলিশের দারস্থ হতে হয় পরিচালককে। সরকারিভাবে অভিযোগ জানান হন্সল। হন্সল মেহতা টুইট করে জানান গোটা বিষয়টি, রিটুইটে মহারাষ্ট্র পুলিশের তরফ থেকে জানানো হয় হন্সল সরকারিভাবে অভিযোগ জানানোনর পর তদন্ত শুরু করা যেতে পারে।

হন্সল জানান, “অভিযোগ জানানোর কিছুক্ষণ পরই যিনি কল করে বিরক্ত করছিলেন তাঁর খোঁজ পেয়ে যায় মহারাষ্ট্র পুলিশ। ফোনমালিকের থেকে কলগুলো আসেনি। করেছে তাঁর ছোট ভাই। ১৪-১৫ বছরের ছেলেটি র‍্যান্ডম নম্বরে কল করে মজা পাচ্ছিল। ওইটুকু এক ছেলের বিরুদ্ধে আর কি পদক্ষেপ নেবো?”

View this post on Instagram

A post shared by Hansal Mehta (@hansalmehta)

হন্সল আরও বলেন, “ছেলেটি বারবার আমার স্ত্রায়ের নম্বরে কল করছিল। আমরা ফোন অফ করে রাখতেই পারতাম। কিন্তু সেটা কোনও সমাধান হত না। আমরা কি করে জানব যে এই ফোন কলগুলো করছে সে একজন স্টকার নয়? আমাদের এরকম হয়রানির মুখোমুখি হতে হবে এবং দেখতে হবে যেন এগুলো আমাদের নজর না এড়িয়ে যায়।”

View this post on Instagram

A post shared by Hansal Mehta (@hansalmehta)

হন্সল মেহতা পরিচালিত স্পোর্টস-কমেডি ফিল্ম ‘ছালাং’ বেশ সাড়া  ফেলেছিল। অভিনয় করেছিলেন রাজকুমার রাও এবং নুশরত বুরুচা। হন্সল মেহতা পরিচালিত ‘স্ক্যাম ১৯৯২’ও গত বছরের অন্যতম এক সফল ওয়েব সিরিজ।