কীই মিষ্টি! মন ভরে যাবে, দুর্নিবারের ছেলের মুখ দেখেছেন? রইল…

Mohor-Durnibar: এ বছরই গোড়ার দিকে বাবা-মা হন দুর্নিবার সাহা ও মোহর সেন। এ যাবৎ ছেলের মুখ দেখাননি তাঁরা। তবে এই প্রথম সামনে এল তাঁদের একমাত্র ছেলে ধিয়ানের ছবি। যা দেখে একটা কথাই মুখ দিয়ে বের হবে আপনার, 'এত্ত মিষ্টি'! ছেলের মুখের সঙ্গে মায়ের মুখেরই মিল বেশি খুঁজে পাচ্ছেন নেটিজেনরা।

কীই মিষ্টি! মন ভরে যাবে, দুর্নিবারের ছেলের মুখ দেখেছেন? রইল...
Follow Us:
| Updated on: Jul 28, 2024 | 5:55 PM

এ বছরই গোড়ার দিকে বাবা-মা হন দুর্নিবার সাহা ও মোহর সেন। এ যাবৎ ছেলের মুখ দেখাননি তাঁরা। তবে এই প্রথম সামনে এল তাঁদের একমাত্র ছেলে ধিয়ানের ছবি। যা দেখে একটা কথাই মুখ দিয়ে বের হবে আপনার, ‘এত্ত মিষ্টি’! ছেলের মুখের সঙ্গে মায়ের মুখেরই মিল বেশি খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। ছবিটিও খাসা। বাবা-মার মাঝে ছোট্ট ধিয়ান। স্নেহচুম্বনে তাকে ভরিয়ে দিচ্ছেন মোহর ও দুর্নিবার। এর আগে ছেলেকে নিয়ে একাধিক পোস্ট করতে দেখা গিয়েছে মোহরকে। তবে মুখ এই প্রথম সামনে আনলেন তাঁরা।

দুর্নিবারের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে মীনাক্ষী মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন তিনি। তবে বছর ঘুরতে না ঘুরতেই সেই বিয়ে ভেঙে যায়। মোহর অর্থাৎ ঐন্দ্রিলা সেনকে দুর্নিবার যখন বিয়ে করেন তখন তা নিয়ে কম আলোচনা হয়নি। সামাজিক মাধ্যমে উঠেছিল কটাক্ষের রোল। একের পর কুমন্তব্যে জর্জরিত হতে হয়েছিল তাঁদের। তবে সে সবে পাত্তা না দিয়ে বিয়ের এক বছর যেতে না যেতেই মা হওয়ার খবর জানান মোহর। আপাতত ছেলে ও স্ত্রীকে নিয়ে দিব্যি আছেন গায়ক দুর্নিবার।

View this post on Instagram

A post shared by Oindrila Sen (@mohorsen710)

প্রশ্ন হল, কে এই মোহর? সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার অর্থাৎ আপ্তসহায়ক পদে বহুদিন ধরে আছেন মোহর। টলিঊডের সঙ্গে তাঁরও রয়েছেন গভীর যোগ। মোহরের বিয়েতে কার্যত অভিভাবকের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল ‘বুম্বাদা’কে। বিদায়বেলায় চোখের কোণে জমেছিল জলও।