Saif Ali Khan: সইফের জন্মছকেই ছিল হামলার ইঙ্গিত! আর কী রয়েছে কপালে?
Saif Ali Khan: বলিউডের সেলেবরা অল্পবিস্তর সবাই কোষ্ঠী মানেন, গ্রহের রকমফের নিয়ে চিন্তিতও থাকেন। আর তাই তো সইফ আলি খান ছুরির আঘাতে আহত হওয়ার পরই নড়ে চড়ে বসল বলিউডের জ্যোতিষরা। কী রয়েছে সইফের ভাগ্যে?
কপালে যদি থাকে, তাহলে তা আটকাবে কী করে! অন্তত, জ্যোতিষী, গ্রহ, নক্ষত্রের অবস্থানে যাঁরা বিশ্বাস করেন, তাঁরা তো একথায় চোখ বুজে বিশ্বাস করবেনই একথা। ঠিক যেমন, বলিউডের সেলেবরা অল্পবিস্তর সবাই কোষ্ঠী মানেন, গ্রহের রকমফের নিয়ে চিন্তিতও থাকেন। তবে সইফের এসবে বিশ্বাস আছে কিনা, তা অবশ্য স্পষ্ট নয়। তবুও সইফ আলি খান ছুরির আঘাতে আহত হওয়ার পরই নড়ে চড়ে বসল বলিউডের প্রিয় নিউমেরোলজিস্ট ঋষভ এ গ্রোভার। সইফ আলি খানের (Saif Ali Khan) জন্ম তারিখ, নামের সংখ্যা মেপে নিয়ে ঋষভ সামনে আনলেন বিষ্ফোরক তথ্য! তাঁর কথায়, ”এমন দুর্ঘটনার মুখে যে পড়বেন সইফ, তা আগে থেকেই ছিল সইফের জন্মছকে বা ভাগ্যে। তবে সঙ্গে এক আশার আলোও দেখিয়েছেন ঋষভ। বছরের শুরুর মাসে এমন ঘটলেও, আসলে এই ঘটনার মধ্যে দিয়ে ফারা কেটেছে সইফের। আসলে এই ছুরির ধারের মধ্যে দিয়েই নতুন ভাগ্যেদয় ছোটে নবাবের।”
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। পিঙ্কভিলা সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋষভ জানিয়েছেন, ”১৯৭০ সালের ১৬ আগস্ট জন্ম হয় সইফের। সইফের উপর হামলার তারিখ ১৬ জানুয়ারি ২০২৫। নিউমেরোলজির দিক থেকে সইফের ভাগ্যে এখন ৭ সংখ্যার আশীর্বাদ। তাই অনেকে সইফের উপর হওয়া হামলা অশুভ মনে করলেও, এই সাত নম্বরই সইফকে বাঁচিয়েছে। না হলে আরও বড় বিপদ হতে পারত। ঋষভের কথায়, এই সাত নম্বরই গোটা বছর সইফের বর্ম হয়ে থাকবে। সইফের জীবনে ওঠা-নামা থাকলেও, তার স্থায়িত্ব বেশিদিন হবে না। উলটে এ বছর মাঝ সময়ে প্রচুর সাফল্য দেখবেন সইফ।”
এই খবরটিও পড়ুন
ঋষভ জানান, ”আসলে ৭ এমন এক নাম্বার। যার সঙ্গে আধ্যাত্মিকতার একটা যোগ থাকে। সইফের জীবনপথ নাম্বার (নিউমেরোলজিকের ভাষা) ৭। এই ধরনের মানুষরা লড়াকু হন। সত্যের খোঁজে নিজেকে ব্যস্ত করে রাখেন। তবে শেষমেশ জয়ও হয় তাঁদের। তাই আশা, সইফ এই দুঃসময় দ্রুত কাটিয়ে উঠে, ফের বলিউড জয় করবেন।”