Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফেডারেশনের ‘স্বেচ্ছাচারিতা’র বিরুদ্ধে আদালতে পরিচালক বিদুলা, মিলল কড়া নির্দেশ

Federation Vs Bidula: ফেডারেশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হন একদা রাজ চক্রবর্তীর সহকারী পরিচালক বিদুলা ভট্টাচার্য। কাজের সুস্থ পরিবেশ ফেরানোর ব্যবস্থা করুক রাজ্য-- এই আবেদন নিয়ে আদালতে পৌঁছান পরিচালক।

ফেডারেশনের 'স্বেচ্ছাচারিতা'র বিরুদ্ধে আদালতে পরিচালক বিদুলা, মিলল কড়া নির্দেশ
Follow Us:
| Updated on: Mar 20, 2025 | 5:07 PM

বেশ কিছু মাস ধরেই ফেডারেশন ও পরিচালকের মধ্যে বিবাদের খবর সামনে উঠে আসতে দেখা গিয়েছিল। যেখানে একাধিকবার শোনা যায় ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI)-এর বেশ কিছু বিধিনিষেধ নিয়ে সমস্যার কথা আগেই জানিয়েছিলেন পরিচালকদের একাংশ। যদিও সম্প্রতিতে সেই সমস্যার সমাধান সূত্র খোঁজার চেষ্টা হলেও স্বস্তি মেলেনি ইন্ডিপেনডেন্ট পরিচালকদের। আর সেই সূত্রেই পরিচালক বিদুলা ভট্টাচার্য উচ্চ আদালতের দরজায় পৌঁছে যান। তাঁর দাবি, যাঁরা একক ছবি বানান, তাঁদের পক্ষে বিপুল পরিমাণ কাস্ট নিয়ে কাজ করা সম্ভবপর হয় না। সেক্ষেত্রে চাপিয়ে দেওয়া সদস্যের খরচ বহন করা সম্ভবপর হয় না। কেন তাঁরা নিজেদের পছন্দসই টিম বানিয়ে কাজ করতে পারবেন না? বিষয়টা খতিয়ে দেখার আর্জি জানিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার সেই মামলাতেই কড়া নির্দেশ আদালতের। পরিচালক বিদুলা ভট্টাচার্যর কাজে কোনরকম বাধা সৃষ্টি করতে পারবে না ফেডারেশন– নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহার। ৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, ফেডারেশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হন একদা রাজ চক্রবর্তীর সহকারী পরিচালক বিদুলা ভট্টাচার্য। কাজের সুস্থ পরিবেশ ফেরানোর ব্যবস্থা করুক রাজ্য– এই আবেদন নিয়ে আদালতে পৌঁছান পরিচালক। ফেডারেশনের কিছু অলিখিত সিদ্ধান্ত এবং স্বেচ্ছাচারিতার জন্য কাজের সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে বলেই অভিযোগ পরিচালকের। ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার (DAEI) সদস্য বিদুলার এই মামলার হাত ধরে এবার কোনও সমাধান সূত্র মেলে কি না, তা এখন দেখার।