Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শাহরুখ-পুত্র আরিয়ানকে জেলের মধ্যে সিগারেট সাপ্লাই! সামনে এল বিরাট সত্য?

Aryan Khan: এক ক্রুজ পার্টিতে দিয়ে বিপদে পড়তে হয় আরিয়ানকে। সেখান থেকেই আটক তিনি। ছিলেন মুম্বইয়ের আর্থার রোডের জেলে। আর পাঁচটা কয়েদির সঙ্গেই রাখা হয়েছিল তাঁকে।

শাহরুখ-পুত্র আরিয়ানকে জেলের মধ্যে সিগারেট সাপ্লাই! সামনে এল বিরাট সত্য?
Follow Us:
| Updated on: Mar 20, 2025 | 3:06 PM

আরিয়ান খান। শাহরুখ খানের পুত্র বলে কথা। বলিউডের আগামী পরিচালক। চলতি বছর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আরিয়ানের প্রথম প্রজেক্ট। তিনি স্টারকিড। জন্ম থেকেই লাইম লাইটে। শাহরুখের পুত্র, তার ওপর পাপারাৎজিদের নজর থাকবে না, তা কি হয়? আরিয়ান খানের কোনও খবরই তাই নেটিজ়েনদের নজরের বাইরে থাকেনি। যদিও তাঁর জীবন তোলপাড় করে একটা মাত্র ঘটনা। মাদক কাণ্ডে যখন গ্রেফতার হলেন আরিয়ান। এক ক্রুজ পার্টিতে দিয়ে বিপদে পড়তে হয় আরিয়ানকে। সেখান থেকেই আটক তিনি। ছিলেন মুম্বইয়ের আর্থার রোডের জেলে। আর পাঁচটা কয়েদির সঙ্গেই রাখা হয়েছিল তাঁকে।

কীভাবে সামলে ছিলেন আরিয়ান নিজেকে? এবার সেই সত্যি খোলসা করলেন আজাজ খান। বলিউডের অন্দরমহলে তিনি এখন পরিচিত মুখ। ২০২১ সালে মাদক কাণ্ডে তিনিও সেই একই জেলে ঠাঁই পেয়েছিলেন। সেখানেই যথা সম্ভব আরিয়ানের পাশে থাকার চেষ্টা করেছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আজাজ জানান, সাড়ে তিন হাজার কয়েদির মধ্যে নিরাপত্তার অভাব তো থাকেই। সেখানে দাঁড়িয়ে তিনি যথাসম্ভব আরিয়ানকে চোখে চোখে রাখার চেষ্টা করতেন। তাঁকে সিগারেট-জল সাপ্লাই দিতেন। তাঁর কথায়, “জেলে থেকে এটুকু তো করাই যায়। আমি ওকে মাফিয়াদের হাত থেকে বাঁচাই। ও খুব বিপদে ছিল।”

প্রসঙ্গত, মাদক কাণ্ডে টানা ২৮ দিন জেলে ছিলেন আরিয়ান খান। খবর সামনে আসতেই ঝড় ওঠে বলিউডের অন্দরমহলে। শাহরুখ খান তখন একেবারে চুপ। কেবল ছেলের প্রতি বাড়িয়ে ছিলেন সাহায্যের হাত। মাঝে মধ্যে জেলে দেখা করতে যেতেন কিং খান। টানা ২৮ দিন পর জামিনে মুক্তি পেয়েছিলেন আরিয়ান। ঘটনার ৬ মাস পর বেকসুর খালাস হন আরিয়ান।