উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনা যায়নি, তবে গতকালের তুলনায় ভাল আছেন রজনী
শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি হন থালাইভা ( Rajnikanth)। রক্তচাপ ওঠানামা করায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ব্লাড প্রেশার স্বাভাবিক না হলে হাসপাতালেই থাকবেন তিনি, তেমনটাই জানিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিছুদিন আগে তাঁর অভিনীত সিনেমা ‘আন্নাথে’-র শুটিং সেটের বেশ কয়েকজন কোভিডে আক্রান্ত হন। তবে কোভিড পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে। কিছুক্ষণ বেসরকারি হাসপাতাল এক প্রেস বিবৃতি প্রকাশ করে। […]
শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি হন থালাইভা ( Rajnikanth)। রক্তচাপ ওঠানামা করায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ব্লাড প্রেশার স্বাভাবিক না হলে হাসপাতালেই থাকবেন তিনি, তেমনটাই জানিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিছুদিন আগে তাঁর অভিনীত সিনেমা ‘আন্নাথে’-র শুটিং সেটের বেশ কয়েকজন কোভিডে আক্রান্ত হন। তবে কোভিড পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে।
কিছুক্ষণ বেসরকারি হাসপাতাল এক প্রেস বিবৃতি প্রকাশ করে। তাতে লেখা রয়েছে, “শ্রী রজনীকান্ত গতকাল হাসপাতালে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। গতকালের রাত ভালভাবেই কাটিয়েছেন তিনি। তাঁর রক্তচাপ এখনও উপরের দিকে রয়েছে তবে গতকালের তুলনায় তা কমেছে। তাঁকে আজ আবার পরীক্ষা করা হবে এবং রিপোর্ট আজ সন্ধ্যা নাগাদ পাওয়া যাবে।”
আরও পড়ুন আমি চাপ নিতে পারছিলাম না, তাই গোবিন্দাকে ‘জগ্গা জাসুস’ থেকে বাদ দিই: অনুরাগ
তাতে আরও লেখা রয়েছে, “তাঁর রক্তচাপের ওষুধগুলি সাবধানতার সঙ্গে দেওয়া হচ্ছে এবং তিনি কড়া পর্যবেক্ষণে থাকবেন। তাঁর রক্তচাপের বেড়ে থাকার জন্য তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং তাঁর সঙ্গে কারওর দেখা করতে দেওয়া হচ্ছে না। ইনভেস্টিগেশন এবং রক্তচাপ নিয়ন্ত্রণের ভিত্তির উপর নির্ভর করে আজ সন্ধে নাগাদ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।”
সোশ্যাল মিডিয়ায় টুইট করে রজনীকান্তের দ্রুত সুস্থতার কামনা করছে অগুন্তি ভক্ত। বাদ যাননি কমল হাসান ও পবন কল্যাণের মতো অভিনেতারাও।