‘ম্যায়নে প্যায়ার কিয়া’ করে কত টাকা পেয়েছিলেন সলমন খান?
বলিউডে এই মুহূর্তে অন্যতম ‘এক্সপেনসিভ’ সুপারস্টার সলমন খান। কিন্তু কত টাকা পেয়েছিলেন প্রথম ছবি করে তিনি? শুনলে অবাক হতে হয়।
বলিউডে এই মুহূর্তে অন্যতম ‘এক্সপেনসিভ’ সুপারস্টার সলমন খান। ছবি পিছু কোটি টাকার ওপরে হাঁকান তিনি। প্রযোজকরা কোটি কোটি টাকা লগ্নিও করেন ‘ভাইজান’–এর ছবিতে। কোনও ছবিতে উনি থাকা মানে বক্স অফিসে লক্ষ্মী লাভ হবেই—এই ভরসা সলমন জোগাতে পেরেছেন। আর পেরেছেন বলেই ‘ভাইজান’–এর ছবিতে কোটি কোটি টাকা ঢালতে পিছপা হন না প্রযোজকরা। সলমন খান ধনী অভিনেতাদের মধ্যে একজন।
একদিনে ধনী অভিনেতা হয়ে যাননি সলমন খান। তাঁর জীবনে প্রথম পারিশ্রমিক কত ছিল, তা জানলে আঁতকে উঠতে হয়। কত টাকা পেয়েছিলেন তিনি প্রথম পারিশ্রমিক হিসাবে? সলমন খান একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁর প্রথম পারিশ্রমিকের কথা। সেই টাকার পরিমান ছিল মাত্র ৭৫ টাকা! তাজ হোটেলে একটি অনুষ্ঠানে নেচে উনি প্রথম পারিশ্রমিক পেয়েছিলেন। সলমন অবশ্য সেই সাক্ষাৎকারে জানিয়েছেন নিছকই মজা করে একজন বন্ধুর সঙ্গে হোটেলে নাচতে গিয়েছিলেন তিনি। কিন্তু এই ৭৫ টাকা থেকেই শুরু হয়েছিল তাঁর কেরিয়ার জীবন।
View this post on Instagram
সলমন সাক্ষাৎকারে নিজের স্যালারি গ্রাফের কথা জানিয়েছেন। সেই গ্রাফের কথা শুনলে অবাক হতে হয়। ৭৫ টাকার পর একটি সফট ড্রিঙ্কের জন্য শুট করে উনি পান ৭৫০ টাকা। এরপর সেটা বেড়ে হয় ১৫০০ টাকা। এরপর ‘ম্যায়নে প্যায়ার কিয়া’–র জন্য ডাক আসে তাঁর কাছে। কত টাকা পেয়েছিলেন প্রথম ছবি করে সলমন খান? শুনলে অবাক হতে হয়। সেই টাকার পরিমাণ মাত্র ৩১,০০০ টাকা। পরের ছবিতে সেই টাকা বেড়ে হয় ৭৫,০০০ টাকা। বেশ কয়েক বছর পঁচাত্তর হাজারেই আটকে ছিলেন ‘ভাইজান’। তারপরের গল্প অবশ্য আমাদের সকলের জানা। সলমন খান এখন আকাশছোঁয়া!
আরও পড়ুন :নতুন বছরে ভক্তদের জন্য নয়া চমক আমির খানের
এই মুহূর্তে সলমন খান ‘রাধে’ নিয়ে ব্যস্ত। এই বছরের ইদে সিনেমা হলে মুক্তি পাবে তাঁর নতুন ছবি।