তলোয়ার চালানো শিখবেন ভিকি, হতে হবে ‘অশ্বথামা’
ভিকি এখন বিজয়কৃষ্ণর ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। তাঁর বিপরীতে অভিনয় করছেন মানুষী চিল্লার। সুজিত সরকারের ‘সর্দার উধাম’ ছবিতেও অভিনয় করবেন ভিকি।
‘উরি দ্য সার্জিকাল স্ট্রাইক’-এর (২০১৯) পর পরই ভিকি কৌশল, পরিচালক আদিত্য ধর এবং প্রযোজক রনি স্ক্র্যুওয়ালা তাঁদের পরের ছবির ঘোষণা করেছিলেন। ছবির নাম ‘দ্য ইমর্টাল অশ্বথামা’।
দু’বছর আগে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার হিট ‘উরি: দ্য সার্জিকাল স্টাইক’ উদযাপনে ভিকি নিজের টুইটারে হ্যান্ডেলে পোস্ট করেন ‘দ্য ইমর্টাল অশ্বথামা’-র পোস্টার। তাও একটা নয় দু’-দু’টো পোস্টার। পোস্টারের লুকে যা বোঝা যাচ্ছিল তা হলে একেবারে সায়েন্টিফিক ফিকশন ছবি হতে চলেছে ‘দ্য ইমর্টাল অশ্বথামা’। শুধু সাই-ফাই ছবি বললেও খুব কম বলা হবে। ‘মহাভারত’-এর চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠবে এই সাই-ফাই ছবি।
আরও পড়ুন ক্রিকেটে মত্ত দুই স্টারকিড, আরিয়ান খান ও আহান শেট্টি: দেখুন ছবি
টুইটারে পরিচালক আদিত্য লেখেন, “সুপারহিরো ঘরানার ছবি শুধু বারতে নয় সারা বিশ্বে এক উচ্চতর মান ছুঁয়েছে। এই ফিল্ম নির্মাণে হাই-কনসেপ্ট ভিজ্যুয়াল প্রদর্শিত হয়েছে।”
সূত্রের খবর, ছবির শুটিং শুরু হবে আগামী জুন মাসে এবং শেষ হবে ডিসেম্বরে। এও শোনা যাচ্ছে ব্রিটেনে ঠিক ছিল ছবির শুটিং তবে প্যান্ডেমিকের কারণে হাঙ্গারি এবং আইসল্যান্ডে হবে ছবির শুটিং। এপ্রিল মাসে পরিচালক এবং তাঁর টিম ফিল্ম রেকিতে বেরবেন বলে খবর রয়েছে।
View this post on Instagram
তবে ভিকি নিজে ছবির জন্য ট্রেনিং শুরু করে দিয়েছেন। নিয়মিত জিমে ঘাম ঝরাচ্ছেন। কারণ ‘দ্য ইমর্টাল অশ্বথামা’-তে এক বিশেষ লুকে দেখা যাবে ভিকিকে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি ভিকি অস্ত্র হাতে ট্রেনিং শুরু করবেন।
সূত্রের খবর “তিনি তীর চালানো, তরোয়াল চালানো, বর্শা নিয়ে যুদ্ধ এবং মার্শাল আর্টসের প্রশিক্ষণ নেবেন। ‘অশ্বত্থামা’ চরিত্র ছাড়াও ছবিতে মহাভারতের আরও বেশ কয়েকটি চরিত্র থাকছে। তার কাস্টিং বর্তমানে চলছে।”
ভিকি এখন বিজয়কৃষ্ণর ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। তাঁর বিপরীতে অভিনয় করছেন মানুষী চিল্লার। সুজিত সরকারের ‘সর্দার উধাম’ ছবিতেও অভিনয় করবেন ভিকি।