শাহরুখের সামনে গিয়ে হাউ-হাউ করে কান্না, কাকে বুকে টেনে নিলে কিং?
Shah Rukh Khan: বক্স অফিসে তাঁকে কেন্দ্র করেই সব থেকে বেশি চাহিদা তুঙ্গে উঠতে পারে, তা ২০২৩ সালে প্রমাণ করে দিয়েছেন কিং খান। আজও তিনি বাদশা, তাঁকে কাছ থেকে দেখার ইচ্ছে কারই বা নেই, ফলে এবার কিং-কে সামনে পেয়ে এক ভক্ত যা করলেন, দেখে আবেগঘন শাহরুখ।

শাহরুখ খান, লক্ষ্য লক্ষ্য মানুষের মনে যাঁর রাজত্ব, সেই মানুষটি খুব সহজেই ভালবাসতে পারেন। মন জয় করে নিতে পারেন। নিজের করে নিতে পারেন। যে সহঅভিনেতা-অভিনেত্রী হোক কিংবা ভক্ত, জনপ্রিয়তা তুঙ্গে থাকায় নিরাপত্তায় মুড়েই তিনি হয়তো বাইরে পা রাখেন, তবে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা শত শত ভক্তরা যে তাঁর একটা ঝলকের অপেক্ষায় পলক গোনে, তা তাঁর অজানা নয়। শাহরুখ খান ৬০-এর দরজায় এসেও সবটা পাল্টে দিতে পারেন। বক্স অফিসে তাঁকে কেন্দ্র করেই সব থেকে বেশি চাহিদা তুঙ্গে উঠতে পারে, তা ২০২৩ সালে প্রমাণ করে দিয়েছেন কিং খান। আজও তিনি বাদশা, তাঁকে কাছ থেকে দেখার ইচ্ছে কারই বা নেই, ফলে এবার কিং-কে সামনে পেয়ে এক ভক্ত যা করলেন, দেখে আবেগঘন শাহরুখ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়ো। যেখানে শাহরুখ খানকে কাছ থেকে দেখে এক ভক্ত নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। হাউ-হাউ করে কেঁদে ফেললেন। শাহরুখ মুহূর্তে তাঁকে কাছে টেনে নিলেন। খানিক সময় দিয়ে তাঁর সমস্ত কথা শুনলেন। পাল্টা কথাও বললেন কিং। জড়িয়ে ধরলেনও। এখানেই শেষ নয়, তাকে পাশে নিয়ে তুললেন ছবি। তখনও ভক্তের চোখ থেকে জল ঝড়ছে।
View this post on Instagram
এই ভিডিয়ো ভাইরাল হতেই তা নিয়ে নেটিজ়েনদের মত, যেভাবে শাহরুখ মানুষকে ভালবাসা জানান, তা এক কথায় উদাহরণ হয়ে থাকবে। কেউ লিখলেন, ‘এই জন্যই শাহরুখ খান, শাহরুখ খান’। কারও কথায়, ‘শাহরুখের সঙ্গে যখন আমার দেখা হয়েছিল, তিনি একইভাবে আমারও যত্ন নিয়েছিলেন’।





