এর পর থেকে বিভিন্ন তামিল ছবিতে অফার আসতে থাকে তাঁর। কিন্তু তাতেও নেগেটিভ চরিত্র। হয় ধর্ষক, নয় খুনি। ১৯৭৭ সালে তিনি তেলুগু ভাষার “চিলাকাম্মা চিপ্পিন্দি”তে সর্বপ্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন। এর পর আর পিছনে তাকাতে হয়নি। 'বিল্লা', 'ডন', 'টাইগার'... শ্রীদেবীর সঙ্গে তাঁর জুটি বেশ পছন্দ হয় দর্শকদের।