‘গাল্লি বয়’-এর পর আবার রণবীর-আলিয়া একসঙ্গে! পরিচালনায় করণ জোহর
‘গাল্লি বয়’-এর পর আবার রণবীর-আলিয়া একসঙ্গে! পরিচালনায় করণ জোহর নিজে। সামনের বছর এপ্রিল থেকে শুটিং হবার কথা।
TV9 বাংলা ডিজিটাল : রণবীর সিং (Ranveer Singh)এবং আলিয়া ভাট (Alia Bhatt)আবার একসঙ্গে জুটি বাঁধছেন। পরিচালনায় করণ জোহর (Karan Johar) নিজে। ‘লাস্ট স্টোরিস’ এবং ‘ ঘোস্ট স্টোরিস’–এর একটি করে গল্প পরিচালনা করলেও বহু বছর পূর্ণ দৈর্ঘের ছবি বানাননি করণ। ওঁনার শেষ পরিচালিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’,২০১৬। প্রায় চার বছর পর ‘গাল্লি বয়’ জুটিকে নিয়ে ছবি বানাতে চলেছেন করণ জোহর।ছবির নাম এখনও ঠিক হয়নি।তবে ছবিটি পুরোপুরি রোম্যান্টিক লাভ স্টোরি। সম্পর্কের ওঠা–নামা নিয়ে ছবি করাই করণের পছন্দের জঁর।নতুন ছবিও তার ব্যতিক্রম নয়।
রণবীর সিং এবং আলিয়া ভাট দু’জনেই নতুন ছবির শুটিং নিয়ে এখন ব্যস্ত।রোহিত শেট্টির ‘সার্কাস’–এ দ্বৈত চরিত্রে অভিনয় করছেন রণবীর। আলিয়া ব্যস্ত রাম চন্দ্রনের ‘আর আর আর’(RRR) নিয়ে।দু’জনেরই বেশ কয়েকটি ছবির রিলিজ অতিমারির কারণে পিছিয়েছে।রণবীর অভিনীত কপিল দেবের জীবনী নিয়ে তৈরি ‘83’ এই বড়দিনেই রিলিজ করার কথা ছিল।কিন্তু অতিমারির কারণে প্রযোজনা সংস্থা ছবির রিলিজ সামনের বছরে জানুয়ারি–মার্চ নাগাদ করার কথা ভাবছে।আলিয়া ভাটকে নিয়ে সঞ্জয় লীলা বনশালি বানিয়েছেন ‘গাঙ্গুবাঈ’। এই ছবিও মুক্তির অপেক্ষায়।এখন যা পরিস্থিতি, কোনও বিগ বাজাটের ছবি এই বছরে রিলিজ করা সম্ভাবনা কম।
আরও পড়ুন :কেমন আছেন রেমো? জানালেন স্ত্রী লিজেল
সব কিছু ঠিকঠাক চললে সামনের বছর এপ্রিল থেকে করণ জোহরের নতুন ছবির শুটিং হবার কথা।তার আগে অবশ্য করণ জোহরের টিমের সঙ্গে ২৫ দিনের একটা ওয়ার্কশপ করতে হবে রণবীর–আলিয়াকে।যেহেতু দু’জনেই এখন শুটিং নিয়ে ব্যস্ত তাই এই মুহূর্তে ওয়ার্কশপ সম্ভব নয়।শুটিং শেষ করে দু’জনেই ওয়ার্কশপ শুরু করবেন বলে শোনা যাচ্ছে।