১৪ বছর পর বাবা-ছেলে একসঙ্গে কাজ করছেন, ইঙ্গিত অমিতাভের পোস্টে

Abhishek-Amitabh: 'পা', 'কভি আলবিদা না কেহনা', 'বান্টি অউর বাবলি' ছবিতে ছেলে অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন অমিতাভ। তারপর ১৪ বছরের ব্যবধানের পর ফের নাকি তাঁর একসঙ্গে কাজ করছেন। অমিতাভের পোস্টেই মিলেছে সেই ইঙ্গিত।

১৪ বছর পর বাবা-ছেলে একসঙ্গে কাজ করছেন, ইঙ্গিত অমিতাভের পোস্টে
অমিতাভ-অভিষেক।
Follow Us:
| Updated on: Jun 09, 2024 | 10:02 AM

বাবা-ছেলে ফের নাকি একসঙ্গে কাজ করবেন। তেমনটাই অনুমান করছেন অনেকে। এর কারণ, ডাবিংয়ের ঘর থেকে একটি ছবি পোস্ট করেছেন অমিতাভ। বাবা-ছেলের ডাবিং মুহূর্তের ছবি সেটি। তা দেখামাত্রই নেটিজ়েনদের মনে অনেক প্রশ্ন জেগেছে–তা হলে নিশ্চয়ই অমিতাভ ফের অভিনয় করছেন তাঁর পুত্রের সঙ্গে। যদিও ছবির ক্যাপশনে সেই বিষয় কিছুই লেখেননি বিগ বি।

আজ থেকে ১৪ বছর আগে পিতা-পুত্র শেষবার কাজ করেছিলেন এক ছবিতে। মাঝে আর কোনও ছবিতেই তাঁদের অভিনয় করতে দেখেননি দর্শক। ফলে এই পোস্টটিকে বিশেষভাবে উল্লেখযোগ্য মনে করছেন কেউ-কেউ। অমিতাভ এবং অভিষেক একসঙ্গে কাজ করেছিলেন ‘বান্টি অউর বাবলি’, ‘পা’, ‘কভি আলবিদা না কেহনা’র মতো ছবিতে। ‘বান্টি অউর বাবলি’ ছবিতে অভিষেক এবং পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে অমিতাভের আইটেম ডান্স ভোলা কঠিন। ত্রয়ীকে ফের একসঙ্গে দেখার জন্য উদগ্রীব দর্শক মহল। সেই সম্ভাবনা এখনও তৈরি না হলেও, অভিষেকের সঙ্গে অমিতাভকে ডাবিং করতে দেখে অনুরাগীরা খুশি। ভাল একটা খবরের অপেক্ষায় আছেন তাঁরা।