গৌরীকে নাকি ভয়ানক ভয় পান শাহরুখ, জবাবে কী বলেছিলেন কিং খান?
Shah Rukh Khan: স্কুলজীবন থেকেই গৌরীকে মনে-মনে ভালবাসতেন শাহরুখ। গৌরী ছিলেন দিল্লির উচ্চবিত্ত পরিবারের মেয়ে। শাহরুখ তেমন ধনী ছিলেন না। তিনি ছিলেন গৌরীর ব্যাপারে ভয়ানক পজ়েসিভ। এতটাই পজ়েসিভ ছিলেন যে, অতিষ্ট হয়ে গৌরী দিল্লি ছেড়ে পালিয়ে এসেছিলেন মুম্বই।
শাহরুখ কি গৌরীকে ভয় পান? এমনই একটি প্রশ্ন কিং খানকে করা হয়েছিল একটি টক শোতে। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, শত ব্যস্ততার মধ্যেও প্রত্যেক পাঁচ ঘণ্টা অন্তর গৌরীকে নাকি ফোন করতেই হয় শাহরুখকে। সেটাই নাকি তাঁদের দাম্পত্যের অলিখিত নিয়ম। সেটা কি সত্যি? সেই প্রশ্নের উত্তরও দিয়েছিলেন শাহরুখ।
নিজের মজাদার কায়দায় জবাব দিয়েছিলেন কিং খান। একটি টকশোতে গিয়েছিলেন তিনি। তাঁকে দর্শকাসন থেকে এক ভক্ত এই প্রশ্ন করেছিলেন। উত্তরে শাহরুখ বলেছিলেন, “আমি গৌরীকে ভালবাসি। কিন্তু তাঁকে ভয় পাই না। আমার যখনই তাঁর কথা মনে পড়ে, ফোন করি। যদি পাঁচ মিনিট অন্তরও মনে পড়ে, ফোন করি।”
স্কুলজীবন থেকেই গৌরীকে মনে-মনে ভালবাসতেন শাহরুখ। গৌরী ছিলেন দিল্লির উচ্চবিত্ত পরিবারের মেয়ে। শাহরুখ তেমন ধনী ছিলেন না। তিনি ছিলেন গৌরীর ব্যাপারে ভয়ানক পজ়েসিভ। এতটাই পজ়েসিভ ছিলেন যে, অতিষ্ট হয়ে গৌরী দিল্লি ছেড়ে পালিয়ে এসেছিলেন মুম্বই। তাঁকে ধাওয়া করতে-করতে মুম্বই পর্যন্ত ছুট্টে গিয়েছিলেন শাহরুখ। গৌরীর যেহেতু সমুদ্র পছন্দ ছিল, তাই প্রত্যেকদিন সমুদ্র সৈকতেই তাঁকে খুঁজতেন। একদিন সেই খোঁজাও শেষ হয়। ফিরে আসার দিনই আরব সাগরের একটি ছোট্ট সি-বিচে শাহরুখ গৌরীর দেখা পান। তারপর থেকে আর তাঁরা আলাদা হননি।