‘স্ত্রী থাকতেও প্রাক্তনকে…’! সৌরভের সত্যি সামনে আসতেই তুমুল নিন্দে

Tollywood Gossip: না, অনিন্দিতা বা সৌরভ সামাজিক মাধ্যমে কেউই কাউকে ব্লক করেননি। এখনও অনিন্দিতার প্রায় প্রতিটি ছবিতেই রিঅ্যাক্ট করতে দেখা যায় সৌরভকে।

'স্ত্রী থাকতেও প্রাক্তনকে...'! সৌরভের সত্যি সামনে আসতেই তুমুল নিন্দে
সত্যি সামনে, প্রশ্নের মুখে সৌরভ
Follow Us:
| Updated on: Mar 23, 2024 | 4:04 PM

অনিন্দিতা বসু জানিয়েছিলেন যে সৌরভকে চিনতেন শুরুর দিকে, সম্পর্কের শেষের দিকে সেই সৌরভ দাসেরই মিল খুঁজে পেতেন না তিনি। এরই মধ্যে মধুমিতা সরকার ও সৌরভ দাসের পাহাড় ভ্রমণের ছবি ফাঁস হয়ে যায় সামাজিক মাধ্যমে। অচিরেই শেষ হয়ে যায় সৌরভ ও অনিন্দিতার দীর্ঘ দিনের প্রেম। এর পর কেটেছে অনেক বসন্ত। গত বছর ডিসেম্বরে দর্শনা বণিকের সঙ্গে অল্প দিনের প্রেমের পর তাঁকে আইনি মতে আজীবনের সঙ্গী করেছেন সৌরভ। সব কিছু ভালই চলছিল, তবে হঠাৎই সৌরভকে ঘিরে নানা প্রশ্ন। বিয়ে হয়ে গেলেও, এত দিন কেটে গেলেও আজও কেন প্রাক্তনকে আঁকড়ে তিনি, প্রশ্ন করছে তাঁরই অনুরাগীরা?

না, অনিন্দিতা বা সৌরভ সামাজিক মাধ্যমে কেউই কাউকে ব্লক করেননি। এখনও অনিন্দিতার প্রায় প্রতিটি ছবিতেই রিঅ্যাক্ট করতে দেখা যায় সৌরভকে। হালফিলে প্রাক্তনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই ট্রেন্ড, তাই সৌরভ অনুরাগীদের তা নিয়ে কোনও আপত্তি নেই। তাঁদের আপত্তি সামাজিক মাধ্যমে সৌরভের একটি অ্যালবাম নিয়ে। ইনস্টাগ্রামে ফ্যামিলি নামক যে অ্যালবামটি তৈরি করেছিলেন অনিন্দিতা তাতে আজও জ্বলজ্বল করছে অনিন্দিতা ও তাঁর নানা রোম্যান্টিক ছবি। আছে তাঁদের পোষ্যদেরও ছবি। তবে সেই অ্যালবামে স্থান হয়নি দর্শনার। এর পরেই অনুরাগীদের একটা বড় অংশের প্রশ্ন, “তবে কি দর্শনা পরিবার নয়?”

সৌরভ ঘনিষ্ঠরা অবশ্য জানাচ্ছেন, প্রাক্তনের সঙ্গে সুসম্পর্ক বজায় মানেই তাঁর প্রতি আকর্ষিত হওয়া নয়। বিবাহিত জীবন বেশ ভালই কাটছে সৌরভ ও দর্শনার। অল্প কয়েকদিন প্রেমের পর বিয়ে, এখনও হনিমুন পিরিয়ডই শেষ হয়নি দু’জনের। কিছু দিন আগেই হাসতে হাসতে দর্শনা বলছিলেন, “মনে হচ্ছে লিভ ইন করছি। কখনও আমার বাড়ি আবার কখনও সৌরভের বাড়িতে মিলেমিশে থাকছি। ভালই আছি।” সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলতে বাইরে গিয়েছিলেন সৌরভ। সেখানেও কিন্তু সঙ্গী হয়েছিলেন দর্শনা।