Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভাঙন! ‘সাসু’ নিতু কাপুরের সঙ্গে সম্পর্কে অবনতি ‘বহু’ আলিয়া ভাটের..

Alia-Neetu: আলিয়ার সঙ্গেও নাকি সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে নিতুর। অন্তত তেমনটাই বলছে নেটপাড়া এবং বলি অন্দরের পাপারাৎজ়িদের বিভিন্ন পোস্ট হওয়া ভিডিয়ো। শোনা যাচ্ছে, নিতুর সঙ্গে নাকি মুখ দেখাদেখি বন্ধ আলিয়ার। তাঁদের নাকি কথাও বন্ধ।

ভাঙন! 'সাসু' নিতু কাপুরের সঙ্গে সম্পর্কে অবনতি 'বহু' আলিয়া ভাটের..
নিতু এবং আলিয়া।
Follow Us:
| Updated on: Jan 09, 2024 | 1:18 PM

ছেলে রণবীর কাপুর মা বলতে অজ্ঞান। মা নিতু কাপুরের ইশারায় জীবনের অনেক সিদ্ধান্ত বদলেছেন রণবীর। বাবা ঋষি কাপুরের সঙ্গে ছোটবেলায় দূরত্ব তৈরি হওয়ার কারণে মা নিতুকেই আঁকড়ে ধরেছিলেন রণবীর। সেই থেকে মা-ছেলের সম্পর্ক অটুট। একটা সময় রণবীরের প্রেমিকাদের একজনকেও পছন্দ করেননি নিতু। তাই একের পর-এক সম্পর্ক ভেঙেছে ছেলের। আলিয়া ভাটের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর তাঁকে নিয়ে যদিও সমস্যা তৈরি করেননি প্রবীণ অভিনেত্রী। তাই আলিয়াকেই বিয়ে করেছেন রণবীর। কিন্তু সেই আলিয়ার সঙ্গেও নাকি সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে নিতুর। অন্তত তেমনটাই বলছে নেটপাড়া এবং বলি অন্দরের পাপারাৎজ়িদের বিভিন্ন পোস্ট হওয়া ভিডিয়ো।

ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে বচ্চন পরিবারের ভাঙনের গুঞ্জন নেটমহল মাতিয়ে রেখেছে। শোনা যাচ্ছে, সাসুমা জয়া বচ্চন নাকি বউমা রাই সুন্দরীকে আর পছন্দই করেন না। স্বামী অভিষেকের সঙ্গেও নাকি ভাঙন চূড়ান্ত অ্যাশের। এই গুঞ্জনের মাঝে লাইমলাইট কেড়ে নিয়েছে আলিয়া-নিতুর সম্পর্কের ভাঙন রটনা।

সম্প্রতি ‘অ্যানিম্যাল’ ছবির সাকসেস পার্টিতে সপরিবারে হাজির হয়েছিলেন রণবীর কাপুর। নীল রঙের হল্টার নেক গাউন পরে এসেছিলেন আলিয়া। এসেছিলেন নিতু কাপুরও। কিন্তু শাশুড়ি-বউমার একে-অন্যের প্রতি ব্যবহার দেখে অনেকেরই মনে হয়েছে কিছু গোলমাল আছে। সম্পর্কটা আর নাকি আগের মতো মধুর নেই। আলিয়াকে নাকি এড়িয়ে চলছিলেন নিতু। আলিয়াও শাশুড়ির দিতে তাকাচ্ছিলেন না মোটে। এই ভিডিয়ো পোস্ট হতেই জোর জল্পনা–নিশ্চয়ই সম্পর্কটা আর আগের মতো মধুর নেই। জয়া-ঐশ্বর্যের মতো নিতু-আলিয়ার মাঝেও হয়তো একরাশ অভিমানের পাহাড় তৈরি হয়েছে, যে অভিমান রং পাল্টে তিক্ত করে তুলছে সম্পর্কটাকে…