Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jaya Bachchan: পাপারাৎজির উপর আবার বিরক্ত জয়া বচ্চন, কিন্তু কেন?

Jaya Bachchan: জয়ার সঙ্গে সংবাদমাধ্যমের বরাবরই হিমশীতল সম্পর্ক। ২০১৩ সালে তো তিনি একবার ফটোগ্রাফারদের স্কুলের শিক্ষিকার মতো শাসনও করেন

Jaya Bachchan: পাপারাৎজির উপর আবার বিরক্ত জয়া বচ্চন, কিন্তু কেন?
জয়া বচ্চন
Follow Us:
| Edited By: | Updated on: Mar 18, 2022 | 6:02 AM

মেয়ে শ্বেতা বচ্চন নন্দার জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরছিলেন জয়া বচ্চন। তিনি সাদা পোশাকে গাড়ির মধ্যে কারও সঙ্গে কথা বলছিলেন, এমন সময় তাঁর ছবি তুলতে যান ফটোগ্রাফাররা। তাঁদের দেখেই বিরক্ত হন জয়া। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে সময় নেয় না। সেখানে তাঁর হাতের ভঙ্গিমা থেকে বোঝা যায়, তিনি ভীষণ রেগে গিয়েছেন। এই পোস্ট দেখে তার নীচে নানা মন্তব্য আসতে থাকে কমেন্ট বক্সে। ২০১৪ সালে একটি ঘটনার প্রসঙ্গও উঠে আসে এই ঘটনার থেকে। যেখানে জয়া পাপারাৎজিদের কী বলেছিলেন তা লেখেন একজন, “ইয়ে কোয়ি জাগহা হ্যায় ফটো লেনেকি(ছবি নেওয়া এটা কোনও জায়গা)?” আর একজন লিখেছেন, “এটা তাঁর প্রিয় সংলাপ”। একজন আবার প্রশ্ন তুলেছেন, “কেন তিনি বারবার সংবাদমাধ্যমের সঙ্গে এমন করেন?”

এই প্রথম নয়, জয়ার সঙ্গে সংবাদমাধ্যমের বরাবরই হিমশীতল সম্পর্ক। ২০১৩ সালে তো তিনি একবার ফটোগ্রাফারদের স্কুলের শিক্ষিকার মতো শাসনও করেন, যখন তাঁরা ঐশ্বর্যা কে নিয়ে প্রশ্ন করতে যান। তিনি তাঁদের প্রায় ধকম দিয়ে জিজ্ঞাসা করেন, ঐশ্বর্যা কী তাঁদের স্কুলের বন্ধু?

২০১৪ সালের ঘটনায় ফেরা যাক। কী হয়েছিল সেই দিন? ননদ রমোলা বচ্চনের সঙ্গে লাঞ্চ করতে যান তিনি, সেখানে কোনও একজন সাংবাদিক তাঁকে অন্য কোনও বিষয়ে প্রশ্ন করেন। তাঁর উত্তর দিয়ে গিয়েই তিনি বলেন, “আপ বাতাইয়ে, ইয়ে জাগহা হ্যায় ইয়ে সাওয়াল কে লিয়ে, (এটা কোনও জায়গা এমন প্রশ্ন করার জন্য)। ডোন্ট অ্যাক্ট স্মার্ট উইথ মি। (আমার সঙ্গে চালাকি করও না)”

কাজের দিক থেকে তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০১৬ সালে করিনা কাপুর খান আর অর্জুন কাপুরের সঙ্গে ‘কি অ্যান্ড কা’ ছবিতে। করণ জোহর পরিচালিত ‘রকি অর রানি কী প্রেম কাহানি’ ছবিতে তাঁকে আবার দেখতে পাওয়া যাবে। এই ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট, রণবীর সিং, ধর্মেন্দ্র, শাবানা আজমি।

আরও পড়ুন:Yohani-Bhushan Kumar: ‘মানিকে মাগে হিতে’র গায়িকা ইয়োহানি আসছেন বলিউডে, তিনি কি এবার হিন্দি গান গাইবেন?

আরও পড়ুন:Bengali Serial TRP: দুই থেকে সোজা নিচে ‘ধুলোকণা’, ‘মিঠাই’ ভক্তদের জন্য রয়েছে দারুণ খবর

আরও পড়ুন:Hrithik Roshan- Rakesh Roshan- Krrish 4: হৃত্বিক রোশন এ বছর জুন মাস থেকে ‘কৃশ ৪’-এর শুটিং শুরু করবেন?