Viral Video: দেবের অনুপস্থিতিতে কী করছে তাঁর স্টাফেরা, হাতেনাতে ধরে মেজাজ হারালেন স্টার, বিষয়টা কী!
Dev-Rukmini: কলকাতায় নেই দেব, সেই সুযোগে কাজ বন্ধ! ঝড়ের গতীতে ঢুকে এসে এ কী দেখলেন দেব! মুহূর্তে ভাইরাল ভিডিয়ো।
সদ্য একের পর এক ছবির কাজ শেষ করছেন অভিনেতা দেব। করোনার পরবর্তীতে রিলিস ঝড়ে নাম লিখিয়ে টনিকের পর এবার তাঁর লক্ষ্যে কিসমিস। আবারও ফিরছে রুক্মিনী-দেব জুটি। ছবির কাজ শেষ করে কয়েকদিনের জন্য ছুটিতে মলদ্বীপ উড়ে গিয়েছিলেন দেব। দিয়ে গিয়েছিলেন সকলকে গুরুদায়িত্ব। শেষ করতে হবে ছবির পোস্ট প্রডাকশনের কাজ। বানিয়ে ফেলতে হবে ছবির ট্রেলার।
এক কথায় যাকে বলে এমনই হোমওয়ার্ক দিয়ে মলদ্বীপ পাড়ি দিয়েছিলেন অভিনেতা। কিন্তু লাভের লাভ কিছুই হল না, ফিরে এসে দেখেন তিনি সকলেই বিষয়টা নিয়ে সিরিয়াস নয়। সকলকে ডেকে রীতিমত মেজাজ হারিয়ে জানান তিনি, কথা ছিল ছবির ট্রেলারটা তৈরি করা থাকবে, তাঁকে দেখানো হবে, সেই কাজ শেষ হয়নি কেন! কবে পাবেন তিনি তা হাতে, কীভাবেই বা মিলবে প্রেক্ষাগৃহের স্লট।
একের পর এক বড় ছবির মুক্তির দিন ঘোষণা করছে বলিউড থেকে শুরু করে দক্ষিণী সিনেদুনিয়া। তার সঙ্গে পাল্লা দিয়ে বাংলা ছবিকে টিকে থাকার লড়াইয়ে নামতে হচ্ছে, যার ফলে প্রেক্ষাগৃহ পাওয়াটাও এক কথায় চ্যালেঞ্জের বিষয়। আর সবটা মিলিয়েই এদিন দেব সাফ জানালেন নিজের মনের কথা, এই ভিডিয়ো বর্তমানে ভক্তদের হাতে হাতে ভাইরাল, তবে না, বিষয়টা নিয়ে এতটাও চিন্তার কোনও কারণ নেই, ভিডিয়োর শেষ অংশ দেখলেই বিষটা স্পষ্ট হয়ে যায়।
View this post on Instagram
সবটাই মুক্তির দিন ঘোষণার জন্য ছিল একটি নাটক মাত্র, ২১ মার্চ ঠিক রাত আটটায় মুক্তি পাবে কিসমিস ছবির ট্রেলার, এই খবর তিনি ভাগ করে নিলেন সকলের সঙ্গে। ২৯ এপ্রিল মুক্তি পাবে দেব-রুক্মিনী জুটির পরবর্তী ছবি। সব মিলিয়ে ভক্তদের কেবলই এখন অপেক্ষায় দিনগোনার পালা। টনিক ছবি রীতিমত দর্শকের মনে জায়গা করে নিয়েছিল, রমরমিয়ে চলা এই ছবির পর লক্ষ্যে এবার কিসমিস। নতুন ছবি ঘিরে ভক্তমনে উত্তেজনার পারদ তুঙ্গে। মলদ্বীপ থেকে ফিরেি তড়িঘড়ি কাজে হাত দিলেন খোদ অভিনেতা, লক্ষ্যে কিসমিস ছবির ট্রেলার।
আরও পড়ুন- Unknown Facts: ছিল না বিন্দুমাত্র সংযম, রাতারাতি মদ্যপান ছাড়ার সিদ্ধান্ত আমিরের
আরও পড়ুন- Unknown Facts: পুরুষদের এই জিনিসটি ভীষণ পছন্দের আলিয়ার, রইল রণবীর-প্রেমিকার গোপন ফান্ডা